তুরায় একক শক্তিতে লড়াই করবে তৃণমূল, আভাস মুকুল সাংমার
Trinamool, Avas Mukul Sangmar will fight with single strength in Tura

The Truth Of Bengal: উত্তরপূর্বাঞ্চলে ভালো ফলের লক্ষ্যে লোকসভায় ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস।সুষ্মিতা দেব নিজে সংগঠন বিস্তারের জন্য নানা সম্ভাবনা খতিয়ে দেখছেন।এরমাঝে মুকুল সাংমা আভাস দিয়েছেন, তুরায় একক শক্তিতে লড়াই করবে তৃণমূল কংগ্রেস।বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য দলীয় কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
বাংলার বাইরে সংগঠন বিস্তারে তৃণমূল কংগ্রেস নজর দিচ্ছে।লোকসভায় বেশকিছু রাজ্যে সংগঠনকে শক্তিশালী করা হচ্ছে। কিছুদিন আগে অসম হিল কাউন্সিলের নির্বাচনে তৃণমূল যথেষ্ট ভালো ফল করেছে এবং ভোট পেয়েছে কংগ্রেসের চেয়ে বেশি। এই অবস্থায় দলের সাংগঠনিক শক্তির উপর ভিত্তি করেই প্রার্থী দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে। তৃণমূল নেত্রী সুস্মিতা দেব অসমের সংগঠনকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছেন। অসম তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুন বোরা কয়েকদিনের মধ্যে কলকাতায় আসতে পারেন। আলোচনা হবে তাঁর সঙ্গেও। তারপর দলনেত্রী সিদ্ধান্ত নেবেন অসমে কে বা কারা প্রার্থী হবেন।
এর পাশাপাশি মেঘালয়ের তুরা কেন্দ্রে এককভাবে লড়াইয়ের কথা ঘোষণা করেছেন মুকুল সাংমা।বিজেপির বিরুদ্ধে নিজেদের শক্তিতে জয়ী হওয়ার আশা করছেন তৃণমূল নেতৃত্ব। মেঘালয়ে তৃণমূলের পাঁচজন বিধায়ক আছেন। সেখানে একটি লোকসভা আসনে প্রার্থী দেওয়া যায় কি না তা নিয়ে তৃণমূলে চর্চা চলছে। মেঘালয়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা মানস ভুঁইয়া সবকিছু খতিয়ে দেখছেন।তবে তার আগে মুকুল সাংমার ইঙ্গিত দিলেন তুরায় ঘাসফুল প্রতীকে প্রার্থী দাঁড় করানো হবে নিজস্ব সাংগঠনিক শক্তিতেই।এই সম্ভাবনায় আলাদা তাত্পর্য বহন করছে। অসমের পরে মেঘালয়েও তৃণমূল কংগ্রেস লড়াই করে লোকসভায় প্রতিনিধি পাঠাতে চায়।জাতীয় স্তরে বিজেপি বিরোধী শিবিরের অন্যতম দল তৃণমূল কংগ্রেস বারবার স্পষ্ট করেছে,বিজেপিকে হারানোর ক্ষমতা কংগ্রেসের নেই,সেই ক্ষমতা তাঁদের আছে।তাই একুশের বিধানসভায় বাংলায় যে সত্য প্রমাণিত হয়েছে তা আগামীদিনে অন্যান্য রাজ্যেও স্পষ্ট হবে আশা তৃণমূল নেতৃত্বের।
FREE ACCESS