ভ্রমণ
Trending

ট্রেক করতে ভালবাসেন? সারা সপ্তাহের অফিসের ক্লান্তি কাটিয়ে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই অফবিট ডেসটিনেশন থেকে

Visit Falut in North Bengal

The Truth Of Bengal : পাহাড়ে ঘুরতে অধিকাংশ ভ্রমন পিপাসুরাই পছন্দ করেন। আর পাহাড়ে গিয়ে ট্রেক না করলে তবে কি আর পাহাড়ি উপত্যকার স্বাদ নেওয়া হল। আর এই ট্রেক করার জন্য সেরা ডেসটিনেশন হতে পারে ফালুট। সান্দাকফু থেকে ২৩ কিমি দূরে অবস্থিত ফালুট।  সেখানে ট্রেক করে গেলে জায়গাটি পৌঁছে আপনার স্বর্গসুখ বলে মনে হতে পারে। অ্যাডভেঞ্চার প্রেমী মানুষদের কাছে এই ট্রেক চিরস্মরণীয় হয়ে থাকবে।

প্রথমে আপনাকে আসতে হবে মানেভঞ্জন। সেখান থেকে ট্রেক করে যেতে অবশ্য মাঝে মধ্যে একটু জলের সমস্যা দেখা দিতে পারে তাই আগে থেকেই পর্যাপ্ত পরিমাণে জল রাখবেন নিজের কাছে। ফালুট এর উচ্চতা ৩৬০০ মিটার। সাদা বরফে ঢাকা হিমালয়ের অপূর্ব শোভা দেখে আপনার সারা সপ্তাহের সব ক্লান্তি নিমেষের মধ্যে গায়েব হয়ে যাবে। দূরের আকাশের মেঘ সরতেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা আর এভারেস্টের দুই শৃঙ্গ।

বন্ধুবান্ধবী হলে অন্য রকম আনন্দ, আর যদি যান আপনার সঙ্গীর সাথে তাহলে উঁচু ঢালে বসে একসাথে দূরের সূর্যাস্ত দেখতে ভুলবেন না। ট্রেক করতে করতে যত উপরের দিকে উঠবেন দেখবেন রডোডেন্ড্রন। এছাড়াও নজর কাড়বে চারিদিকের ওক, পাইনের জঙ্গল। কোথাও দেখবেন সাদা বরফের চাদরে মোড়ানো পাহাড়ি উপত্যকা আবার কোথাও ভেলভেটের ন্যায় বিছিয়ে রয়েছে সবুজ বাগিচা। তবে আর ভাবছেন কি! ট্রেক করার প্রয়োজনীয় জিনিস নিয়ে বেড়িয়ে পড়ুন ফালুট এর উদ্দেশ্যে।

 

FREE ACCESS

Related Articles