‘কারও আধার কার্ড বাতিল হবে না’ ‘কার্যকরী করতে হবে সিএএ বা সংশোধিত নাগরি আইন’,মতুয়া দের পাশে শান্তনু ঠাকুর
Shantanu Thakur stands by Matua

The Truth of Bengal: সামনেই লোকসভা নির্বাচন। আর এমতাবস্থায় একমাত্র লক্ষ্য মতুয়া ভোট। যেভাবেই হোক সিএএ কার্যকরী করতেই হবে। এমনিতেই এখন নাগরিকত্ব ইস্যুতে একজোট গোটা মতুয়া মহল। তাই মতুয়াদের মন জয়ে এবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে ভিত্তি প্রস্তর স্থাপিত হল কমিউনিটি কিচেন সেন্টার। যেখানে প্রায় ৫০০ মতুয়া ভক্ত এক ছাদের নীচে তাদের আহার নির্বিঘ্নে সারতে পারবেন।
ঠাকুরনগরের একটি সভা থেকে শান্তনু ঠাকুর জানান, সিএএ লাগু হয়ে গেলে আধার কার্ড বাতিল হবে কিনা সে বিষয়ে ভারতের বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর কে প্রশ্ন করা হলে তিনি জানান,”কারও আধার কার্ড বাতিল হবে না। এটা সিএএ লাগুর একটি পদ্ধতি মাত্র। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে। কারোর আধার কার্ড বাতিল হবে না কিন্তু সিএএ কার্যকরী হবেই।”
এই শিলান্যাস পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার বেলা ৩ টেই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী রামেশ্বর তেলী ও বেশ কয়েকজন সরকারি আমলা। আগামী কয়েক মাসের মধ্যেই প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে ঠাকুরবাড়ির উঠানে দেখা যাবে মতুয়া কিচেন কমিউনিটি সেন্টার। এই কমিউনিটি সেন্টারের শিলান্যাসের পর মন্ত্রী রামেশ্বর তেলী কে প্রশ্ন করা হলে তিনি জানান, “ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসা লক্ষ লক্ষ মতুয়া ভক্তদের কথা চিন্তা করে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া বা গেইলের কাছে আমরা সরকারি তরফে এই কিচেন কমিউনিটি সেন্টারের আবেদন জানিয়েছিলাম। সেই আবেদনে সাড়া দেয় গেইল।”