বিনোদন
ভ্যালেন্টাইন্স ডে-তে পাহাড়ে জিতু! বিচ্ছেদের যন্ত্রণা ভুলতেই কি এই পন্থা অবলম্বন?

ভ্যালেন্টাইন্স ডের আগে পাহাড়ি রাস্তায় একা বাইক সফর করছেন অভিনেতা জিতু কমল। নিজের ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে জিতু লিখেছেন, “গভীরে যাও, অতলে যাও। হারিয়ে যাও স্পর্শপুরে। নেই সেথা মিছে কথা, নেইকো কারও চোখরাঙানি।”
শহরজুড়ে ভালবাসার উৎসব চললেও জিতু শহর ছেড়ে দূরে নিজের সাথে সময় কাটাচ্ছেন। তাঁর অনুরাগীদের অনেকেই মনে করছেন, প্রাক্তন স্ত্রী নবনীতা-কে ছাড়া মনকষ্টে আছেন জিতু।
গত বছর মাঝামাঝি সময়ে নবনীতা ফেসবুকে জিতুর সাথে সম্পর্ক ভাঙার কথা জানান। আইনিভাবে বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন বলেও জানান তিনি।
এই ঘটনার পর থেকেই আলাদা থাকছেন জিতু ও নবনীতা। ব্যবসায়ী বন্ধুর সাথে নবনীতার সম্পর্কের গুঞ্জনও রয়েছে।