হিন্দমোটর দাসপাড়ার গঙ্গার ঘাটের বেহাল দশা, ঘাট সংস্কারের আশ্বাস দিয়েছেন পুরসভা
The municipality has assured to repair the ghat

The Truth of Bengal: হিন্দমোটর দাসপাড়া এলাকায় গঙ্গার ঘাটের বেহাল দশা। গঙ্গার ঘাটের নানা অংশে ভাঙন ধরেছে। কিছু অংশ গঙ্গার পেটেও চলে গেছে। এই গঙ্গার পার সংস্কারের দায়িত্ব পোর্ট ট্রাস্টের। কিন্তু কেন্দ্রীয় সংস্থা সেই দায়িত্ব পালন না করায় ভাঙনের আশঙ্কা বাড়ছে। যেভাবে কলকাতায় বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে গঙ্গাপারের রক্ষণাবেক্ষণের অভাবের কথা তুলে ধরা হয়। একই অভিযোগ করেছেন হুগলির মানুষও। আশঙ্কা গঙ্গার ঘাটের চাতালের বিভিন্ন অংশ নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে।
নদীগর্ভে ভেঙে তলিয়ে যাচ্ছে গঙ্গার পার। প্রতিদিন একটু একটু করে পারের অংশ গিলে খাচ্ছে গঙ্গা। হুগলির উত্তরপাড়া পৌরসভা এলাকার একধিক নদীর পাড়ে ভাঙন। সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ এলাকা হিন্দমোটর দাস পাড়ার গঙ্গা তীরবর্তী এলাকা। এলাকার মানুষরা আতঙ্কিত কারণ যে কোনো দিন নদী গ্রাস করতে পারে তাদের বাড়ি ঘর। দাসপাড়া এলাকার মানুষের অভিযোগ, নদীর পাড়ে তাদের বাড়ি।গৃহহারা হওয়ার আশঙ্কা দিনদিন বাড়ছে।বিজেপি এই ঘাট সংস্কারের দাবি তুলছে।
উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব জানান, এই পুরো বিষয়টি পোর্ট ট্রাস্ট এর আওতায় পড়ে। কেন্দ্রীয় সংস্থাই সংস্কারের কাজে এগিয়ে আসতে পারে। তবুও আইনগত এক্তিয়ারের মধ্যে থেকে এই গঙ্গাঘাটের সংস্কারের জন্য প্রশাসনিক স্তরে যেটুকু উদ্যোগ নেওয়া দরকার,তা করা হবে বলে কথা দেন তিনি। তাই পোর্ট ট্রাস্টের টালবাহানায় বাড়ছে ক্ষোভ। নমামী গঙ্গে প্রকল্পের অর্থ কেন কেন্দ্র সবরাজ্যের জন্য সমগুরুত্ব দিয়ে বরাদ্দ করছে না তা নিয়েও প্রশ্ন উঠছে।