ঘাটাল মাস্টারপ্ল্যানের রূপ দেবে রাজ্য ,২৭০৮ কোটি টাকা বরাদ্দ মুখ্যমন্ত্রীর
Ghatal Master Plan

The Truth of Bengal: মানুষের দুঃখের অবসান। আর বানভাসি হতে হবে না। বাস্তবায়িত হতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যান। দায়িত্ব থাকলেও কেন্দ্র তা পালন করেনি। এবার মানুষের স্বার্থে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নে এগিয়ে এল রাজ্য সরকার। সোমবার আরামবাগের সভায় এই কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করবে রাজ্য। তার জন্য ২৭০৮ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে এই প্রকল্পে। কেন্দ্র অর্থ বরাদ্দ না করায় রাজ্য এই অর্থ বরাদ্দ করে সম্পূর্ণ করতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যানের। সভার শুরুতে ঘটালের সাংসদ দেব কেন্দ্রের উদাসীনুতার কথা বলে মুখ্যমন্ত্রীর কাছে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের আবেদন জানান। দেবের সেই আবেদনে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন আরামবাগে মুখ্যমন্ত্রীর সভায় হাজির ছিলেন ঘাটালের সাংসদ দেব। তিনি এদিন জানান, রাজনীতিতে এসেছিলেন দিদির হাত ধরে। দিদির জন্য তিনি আবার রাজনীতিতে থেকে গেলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি দেশের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করেন দেব। তারপর তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবদার করেন ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের।
বছরের পর বছর এলাকার মানুষ শুনে আসছে ঘাটাল মাস্টারপ্ল্যানের কথা। কিন্তু যুগের পর যুগ কেটে গেলেও আজও বাস্তবায়ন হয়নি ঘাটাল মাস্টারপ্ল্যান। এর আগে বন্যা প্লাবিত ঘাটাল পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রীদের নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের কাছে গিয়ে দরবার করতে। বিরোধী বিজেপি এগিয়ে না এলেও রাজ্যের মন্ত্রীরা দিল্লি গিয়ে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে দরবার করেছিলেন। সেই ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে কেন্দ্র কোনও হেলদোল দেখায়নি। প্রতিবার বর্ষায় বাঁধের অবস্থা বেহাল হয়ে পড়ে। নদীতে জল বাড়লেই বাঁধ ভেঙে প্লাবিত হয়। ভেসে যায় বিঘের পর বিঘে কৃষিজমি ও গ্রাম। জলবন্দি হয়ে কাটাতে পশ্চিম মেদিনীপুর ও হুগলির লক্ষ লক্ষ মানুষকে। প্রতি বর্ষায় বছরের পর বছর এই ছবি ফিরে আসে। ঘাটাল মাস্টারপ্ল্যান অনেক আলোচনা হলেও এলাকার মানুষ দুর্দশামুক্ত হতে পারেনি। কেন্দ্রের কংগ্রেস সরকারের আমল থেকে আজকের বিজেপি সরকার, কোনও সরকার এগিয়ে আসেনি মানুষের দুর্দশা দূর করতে। অবশেষে সীমিত সাধ্য নিয়ে এগিয়ে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়নে অর্থ বরাদ্দ করলেন। কাজ শেষ হলে আর ডুববে না মানুষ। বহু বছরের দুর্দশার ইতিহাস এবার অতীত হতে চলেছে।