
The Truth of Bengal: এই বছর টলিউডে জয়া আহসান-এর প্রথম ছবি ভূতপরী। সেই ছবিটি শুক্রবার মুক্তি পেল। এই প্রথম কোনও ভুতের ছবিতে প্রথমবার দেখা গেল জয়াকে। পরিচালক সৌকর্য ঘোষালের ভূতপরী ছবিতে বনলতা নামের একজন ভূত হিসেবে পর্দায় ধরা দিয়েছেন জয়া আহসান। ছবির প্রিমিয়ারে ছবির মতই সুন্দরি ভূত হয়েই ধরা দিলেন জয়া। এই ছবিতে কালো ঠাকুরের ভূমিকায় অভিনয় করেছেন শান্তিলাল মুখোপাধ্যায়। ছবির প্রিমিয়ারে নিজের চরিত্র নিয়ে কিছু না বললেও ছবির গল্প নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।
ভূতপরীর গল্প বাচ্চা থেকে বড় সকলের মনগ্রাহী হবে বলে আশা তাঁর। একাকী ভূত ও একাকী বাচ্চার বন্ধুত্বের কথা বলবে তাঁর ভূতপরী। এই বন্ধুত্বের মধ্যে দিয়েই তিনি ভয়,থ্রিল, ইমোশান সবই আছে। শুক্রবারের প্রিমিয়ারে এমনটাই জানালেন ছবির পরিচালক সৌকর্য ঘোষাল। ভূতপরীর পাশাপাশি ওপার বাংলায় মুক্তি পেয়েছে জয়ার আরেকটি ছবি পেয়ারার সুবাস। ফলে একই দিনে তাঁর দুটি ছবি দুই দেশে মুক্তি পেল।
যা অভিনেত্রীর কাছে একেবারেই অস্বাভাবিক। ভূতপরীর প্রিমিয়ারে এসে এমনটাই জানালেন দুই-বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পরিচালকের কথা মত ভয়, কৌতুক, বন্ধুত্ব মিলিয়ে মিশিয়ে নিজের সিনেমায় টুকরো টুকরো মুহূর্ত তৈরি করেছেন সৌকর্য। তাই, ছবির প্রিমিয়ারে টলিউড সেলেবরা কল্পনা-বাস্তবের ককটেল ছোটবেলার স্মৃতিতে মশগুল হলেও জনতা জনার্দনের কতটা মনে ধরে জয়ার এই ভূত অবতার তার দিকেই এখন তাকিয়ে আছে টিম ভূতপরী।