সন্দেশখালির পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক, আশ্বস্ত করলেন ডিজি মনোজ ভর্মা, জারি ১৪৪ ধারা
The situation in Sandeshkhali is completely normal, assured DG Manoj Verma

The Truth Of Bengal: সন্দেশখালিতে সতর্ক প্রশাসন,সন্দেশখালিতে জারি ১৪৪ ধারা জারি। ৮টি এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। বিজেপির প্রতিনিধির দলকে এলাকায় ঢুকতে বাধা পুলিশের। পুলিশের সঙ্গে বিজেপির প্রতিনিধি দলের বচসা শুরু হয়। অনুমতি না পেয়ে ফিরে যায় বিজেপির প্রতিনিধি দল।
সন্দেশখালির পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক, খতিয়ে দেখার পর আশ্বস্ত করলেন রাজ্য পুলিশের ডিজি (আইন শৃঙ্খলা) মনোজ ভর্মা। সন্দেশখালিকাণ্ডে ইতিমধ্যেই ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সমগ্র এলাকা জুড়ে জারি রয়েছে ১৪৪ ধারা। সন্দেশখালি ১,২নং ব্লকের ১৬টি পঞ্চায়েতে ১৪৪ ধারা। এছাড়াও এলাকায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা, প্রতিটি দ্বীপে কড়া নিরাপত্তা, এলাকায় জমায়েত করলেই গ্রেফতারির নির্দেশ, পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার আশ্বাস নবান্নের।
পরিস্থিতির সরেজমিনে খতিয়ে দেখেন পুলিশের শীর্ষ কর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশি টহলদারি বাড়ান হয়েছে।প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক।
FREE ACCESS