মরণোত্তর ভারতরত্ন পুরস্কার নরসিমা রাও –চরণ সিংকে, সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন প্রধানমন্ত্রী
Posthumous Bharat Ratna Award to Narasimha Rao – Charan Singh, Prime Minister announced on social media

The Truth Of Bengal: দুই প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাও –চরণ সিংকেও মরণোত্তর ভারতরত্ন পুরস্কার দেবে কেন্দ্র। ভারতরত্নে সম্মানিত করা হবে সুবজ বিপ্লবের জনক প্রয়াত কৃষি বিজ্ঞানী স্বামীনাথনকেও। ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী।আরজেডি নেতাদের একাংশ চরণ সিংকে সম্মান প্রদানের এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন।
প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীর পর দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাও,চৌধুরী চরণ সিংকেও ভারতরত্ন সম্মানে প্রদান করা হবে।সোশ্যাল মিডিয়ায় একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।একইসঙ্গে তিনি ঘোষণা করেছেন সবুজ বিপ্লবের জনক প্রয়াত কৃষি বিজ্ঞানী স্বামীনাথনকেও ভারতরত্ন দেওয়া হবে।সংসদে একথা ঘোষণা করেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর।
কংগ্রেসের বিশিষ্ট নেতা পিভি নরসিমা রাও।দেশের একাধিক দায়িত্ব পালন করেছেন।প্রতিরক্ষা মন্ত্রক,বিদেশ মন্ত্রকের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হিসেবে কার্যভার গ্রহণ করেন তিনি। ১৯৯৬ সাল পর্যন্ত ভারতের নবম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বাজার অর্থনীতি চালু করা থেকে বহু চর্চিত গ্যাট চুক্তি করেন তিনি।১৭টি ভাষায় পারদর্শি ছিলেন তিনি। ১৯২১ সালের ২৮ জুন অন্ধ্র প্রদেশের করিমনগরে জন্মগ্রহণ করেন নরসিমা রাও।গান্ধী পরিবারের বাইরে থেকে উঠে আসা সেই নরসিমা রাওকে ভারতরত্ন সম্মান প্রদান আসলে কী কংগ্রেসকে বার্তা দেওয়া উঠছে প্রশ্ন। শুধু নরসিমা রাও-ই নন, উত্তর প্রদেশের জাঠ নেতা চৌধুরী চরণ সিংকে মরণোত্তর ভারতরত্ন প্রদান লোকসভার আগে আলাদা তাত্পর্য বহন করছে।জাঠ বলয়ে তাঁর জনপ্রিয়তা আজও অক্ষুন্ন রয়েছে । কৃষক আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১৯৭৯ সালে ২৮ জুলাই ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। ১৯৮০ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত এই পদে ছিলেন তিনি। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী থেকে চন্দ্রশেখর রাও সকলেই কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।এই নিয়ে ৫জন ব্যক্তিত্বকে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হল।যাঁদের মধ্যে ৪জনই প্রয়াত হয়েছেন,যাঁদের মরোণত্তর ভারতরত্ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ।