যোগায় দেশ-সেরা আরামবাগের সঞ্চিতা,উচ্ছ্বাস গোটা এলাকায়
In yoga, the country's best Arambagh has accumulated, the whole area is excited

The Truth Of Bengal : রাজ্যস্তরে আগেই সেরা হয়েছে। এবার দেশের সেরার শিরোপার ছিনিয়ে নিল হুগলির গোঘাটের সঞ্চিতা মণ্ডল। রাজস্থানের জয়পুরে আয়োজিত জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতায় সেরার সেরা হয়েছে সঞ্চিতা। ২৯টি রাজ্যের প্রতিযোগীদের হারিয়ে দেশ সেরা হয় সঞ্চিতা। তার এমন সাফল্যে খুশিতে আত্মহারা হয়ে পড়েছে এলাকার বাসিন্দারা। হুগলির গোঘাটের সাওড়া পঞ্চায়েতের দক্ষিণ বলরামপুরে বাড়ি সঞ্চিতার।
সে সাওড়া ইউনিয়ন হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। ছোট থেকেই বালি দেওয়ানগঞ্জের বালি ব্যায়াম সমিতি কলা নিকেতনে যোগা শিখে আসছে। কয়েক মাস আগে বাঁকুড়ায় হওয়া আন্তর্জাতিক যোগা স্কুল গেমসে রাজ্য স্তরের প্রতিযোগিতায় পঞ্চম স্থান অধিকার করে সঞ্চিতা। এবার ভারত সেরা হল সঞ্চিতা। দেশের সেরা হয়ে সঞ্চিতা শুক্রবার বাড়ি ফিরেছে। আগামীদিনে যোগাসনে আরও বড় জায়গায় যেতে চায় বলে জানিয়েছে সাধারণ ঘরের মেয়ে সঞ্চিতা।আরামবাগ স্টেশনে ট্রেন থেকে নামতেই শঙ্খ বাজিয়ে ফুল দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়।
তারপর ফুল দিয়ে সাজানো গাড়িতে চাপিয়ে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। সঞ্চিতার সাফল্যে খুশিতে আত্মহারা হয়ে এলাকারবাসীর পাশাপাশি পরিবার পরিজন ও শিক্ষক শিক্ষিকারা।একেবারে ছোট থেকে যোগার প্রতি বিশেষ টান ছিল সঞ্চিতার। এলাকায় প্রশিক্ষণ নিয়ে আজ দেশের সেরা হয়েছে। আগামীদিনে আরও বড় জায়গায় যেতে চায় সে। তবে সাধারণ ঘরের মেয়ে হওয়ায় অর্থ একটা বড় বাধা তার সামনে। তবে সবকিছু প্রতিবন্ধকতা পার করে সঞ্চিতা পৌঁছতে চায় কাঙ্ক্ষিত লক্ষ্যে।
Free access