আন্তর্জাতিক

মিশরকে ড্রোন বিক্রি করবে তুরস্ক, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর এই সিদ্ধান্ত

Türkiye has agreed to sell its popular military drones to Egypt.

The Truth Of Bengal: মিশরের কাছে নিজেদের জনপ্রিয় সামরিক ড্রোন বিক্রিতে সম্মত হয়েছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ কথা জানিয়েছেন। এক দশক ধরে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছিল তুরস্ক ও মিসরের।  দুই দেশের  সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর ড্রোন বিক্রির এই সিদ্ধান্ত বলে জানাগিয়েছে।

ড্রোন আবিস্কারের পর দ্রোনের কার্যকারিতা নিয়ে নানান পরীক্ষা নিরিক্ষা চলছে বিশ্বজুড়ে। বর্তমানে চিন, ইসরাইল, রাশিয়া, তুরস্ক, ইরানের মত গুটি কয়েক দেশ অত্যাধুনিক দ্রোন তৈরি করছে। তুরস্ক সামরিক ব্যবহারের জন্য বেশ কয়েকটি বড় ড্রোন তৈরি করেছে, যার মধ্যে রয়েছে আঙ্কা-এস, যা একটি মাঝারি-উচ্চতা, দীর্ঘ-সহনশীল (MALE) ড্রোন। তুরস্কের দ্রোন ইতিমধ্যে বেস জনপ্রিয়তা অর্যন করেছে। সিরিয়া, লিবিয়া, আজারবাইজান ও ইউক্রেন যুদ্ধে সফল ব্যবহারের পর আন্তর্জাতিক পর্যায়ে তুরস্কের ড্রোনের কদর বেড়েছে। নীল নদের ওপর জলবিদ্যুৎ নির্মাণ নিয়ে ইথিওপিয়ার সঙ্গে শীতল সম্পর্ক রয়েছে মিসরের। তুরস্ক থেকে ড্রোন কেনা দেশগুলোর মধ্যে ইথিওপিয়াও রয়েছে। তুরস্ক মিসরের কাছে নিজেদের জনপ্রিয় ড্রোন বিক্রির বিষয়ে রাজি হয়েছে তুরস্ক। টানা এক দশকের বেশি সময় বিচ্ছেদের পর গত বছরই কায়রোর সঙ্গে সম্পর্ক মেরামত করে আঙ্কারা। সম্পর্ক জোড়াদানের এক বছরের মাথায় ড্রোন বিক্রির সিদ্ধান্তের কথা জানালেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ১৪ ফেব্রুয়ারি মিসর যাওয়ার কথা রয়েছে। সফরকালে তিনি দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠক করবেন। গত বছর রাষ্ট্রদূত নিয়োগের মাধ্যমে আঙ্কারা ও কায়রোর কূটনৈতিক সম্পর্কোন্নয়নের পর এই প্রথম মিসর সফরে যাচ্ছেন এরদোয়ান। তুরস্কের একটি টিভি চ্যানেলকে ফিদান বলেন, মিসরের প্রেসিডেন্টের সঙ্গে বাণিজ্য, জ্বালানি, নিরাপত্তাসহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করবেন তুরস্কের নেতা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিসর যাতে কিছু প্রযুক্তি পায়, সে জন্য তাদের সম্পর্ক স্বাভাবিক করাটা গুরুত্বপূর্ণ। মিসরকে মনুষ্যবিহীন আকাশযান অর্থাৎ ড্রোন ও অন্যান্য প্রযুক্তি সরবরাহ করার বিষয়ে তাদের একটি চুক্তি রয়েছে।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

Free Access