রাজ্যের খবর

পথ দুর্ঘটনায় প্রাণ হারালো হাবড়ার যুবক! শোকের ছায়া এলাকায়

Road Accident in Habra

The Truth Of Bengal: হাবড়ার শিববাড়ির যশোর রোড সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। পুলিশ সূত্রের খবর, মৃত যুবকের নাম কুতুবউদ্দিন মন্ডল, বয়স ৩০। বাড়ি মহিষা মছলন্দপুর এলাকায়। নিহত ব্যক্তি সেলাইয়ের কাজ করতো। পুলিশের অনুমান লরির ধাক্কায় মৃত্যু হয়েছে ওই যুবকের।

রাত একটা নাগাদ রাস্তার পাশে এক কুতুবউদ্দিনের দেহ উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে আসলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ। যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

পুলিশ সূত্রে আরো খবর মৃত ব্যক্তির পাশ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার হয়েছে। তবে কি কারণে ওই যুবক হাবড়ায় গিয়েছিলেন তা এখনও জানা যায়নি। পরিবারের তরফ থেকও স্পষ্ট জানানো হয়নি যে ওই যুবক কেন হাবড়ায় গিয়েছিলেন। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে স্থানীয় পুলিশ।

Free Access

 

 

Related Articles