আজকের দিনেফিচারলাইফস্টাইল
Trending

বিশ্ব ক্যান্সার দিবস,

World Cancer Day

The Truth Of Bengal: প্রতি বছর ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস বা বিশ্ব ক্যান্সার সচেতনা দিবস পালন করা হয়। এই দিনটিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ক্যান্সার প্রতিরোধ এবং ক্যান্সার রোগীদের জীবন ধারার মান উন্নয়নে ইন্টারন্যাশানাল ইউনিয়ন এগেনষ্ট ক্যান্সারকে সহায়তা করে ।এ সংস্থার সদর দফতর জেনেভায় অবস্থিত, যার ১৭০টিরও বেশি দেশে প্রায় দু’হাজার সদস্য রয়েছে।

প্রতি ৬ জনের মধ্যে ১ জন মানুষ এই মারণরোগে মারা যান।বছরে প্রায় ১ কোটি মানুষ প্রাণ হারান এই  ক্যান্সারে। বিশ্বে মৃত্যুর দ্বিতীয় কারণে রয়েছে এই ক্যান্সারের নাম।

মূলত, ২০০০ সালের ৪ঠা ফেব্রুয়ারি প্যারিসে বিশ্ব ক্যান্সার সামিটের আয়োজন করা হয় সেখানেই সিদ্ধান্ত হয় প্রতি বছর এই দিনটিকে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হবে।তারপর আজও বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন সচেতনতা মূলক প্রচারের মাধ্যমে এই দিনকে পালন করা হয়।

দিবসটি উদযাপনের উদ্দেশ্য হলো মারাত্মক ও প্রাণঘাতী এ কর্কট রোগ বা ক্যান্সার সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেয়া এবং এ রোগে আক্রান্ত রোগীদের সাহায্য করার জন্য মানুষকে উৎসাহিত করা।

বর্তমানে ক্যান্সার রোগে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই মারাত্মক রোগ জিনগত, পরিবেশগত বা অন্য অনেক কারণে হতে পারে। বিজ্ঞান ও চিকিৎসা ক্ষেত্রে এত অগ্রগতি হওয়া সত্ত্বেও, অনেকেই ক্যান্সারের সঙ্গে লড়াই করতে করতে একসময় হেরে যান। বেশিরভাগ ক্ষেত্রে সময়মতো এই রোগকে সনাক্ত না করতে পারা এই লড়াইয়ে হেরে যাওয়ার একটি বড় কারণ। সবচেয়ে উদ্বেগজনক হল ক্যান্সার শুধু প্রাপ্তবয়স্ক এবং বয়স্কদেরই হয় না, অল্পবয়সী, শিশু অর্থাৎ যেকোনো বয়সের মানুষের এই মারাত্মক রোগ হতে পারে।

চিকিৎসকরা মনে করেন, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ক্যান্সার তাড়াতাড়ি ধরা পড়ে এবং চিকিৎসা করা সহজ হয়। ক্যান্সারের লক্ষণগুলো নির্ভর করে ক্যান্সার কোথায়, এটি কতটা বড় এবং এটির কাছাকাছি কোন অঙ্গ বা টিস্যুকে কতটা প্রভাবিত করে, তার উপর।

পাশাপশি চিকিৎসকরা বলছেন, ক্যান্সারের ঝুঁকি কমাতে খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করা উচিত অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। বিশেষজ্ঞদের মতে, ক্যান্সারের ঝুঁকি কমাতে সবুজ শাকসবজি, রসুন, পেঁয়াজ এবং ভিটামিন এ, বি এবং সি সমৃদ্ধ ফল খাওয়া উচিত। বার্লি, কর্ন, ওটসের মতো গোটা শস্যও অন্তর্ভুক্ত করা যেতে পারে খাদ্য তালিকায়।

Free Access

Related Articles