বিনোদন

শুটিং ফ্লোরে গুরুতর জখম হলেন সৌমিতৃষা! তড়িঘড়ি ছুটতে হলো হাসপাতালে

 

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু শ্যুটিং ফ্লোরে গুরুতর জখম হয়েছেন। বাঁ পায়ের বুড়ো আঙুলের নখ উঠে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সৌমিতৃষা জানান, তিনি একটি ফটোশ্যুট করছিলেন। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা হড়কে যায়। তিনি কোনওরকমে বসে পড়েন, কিন্তু নখ পুরো উঠে গিয়ে ঝুলতে থাকে। প্রচণ্ড যন্ত্রণায় তিনি হাসপাতালে যান।

হাসপাতালে গিয়ে তাকে ইনজেকশন দিয়ে অচেতন করা হয়। তারপর নখটি কেটে ফেলা হয়। বর্তমানে তিনি বাসায় বিশ্রাম নিচ্ছেন।

সৌমিতৃষা জানান, এই ঘটনার কারণে তার পরবর্তী কাজ পিছিয়ে গেছে। মিঠাই শেষ হওয়ার পর জিতের নতুন ছবি বুমেরাং-এ অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু, সেই সময় অসুস্থ থাকায় প্রস্তাবটি ফিরিয়ে দিতে হয়েছিল।

Related Articles