আন্তর্জাতিক

নাইরোবিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ

A terrible gas explosion in Nairobi

The Truth of Bengal: ভয়াবহ গ্যাস বিস্ফোরণ কেনিয়ার রাজধানী নাইরোবি তে। বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে ২ জনের আহতের সংখ্যা প্রায় ৩০০। নিহত এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ইতিমধ্যেই আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী ও জরুরী পরিষেবা কর্মীরা। একে একে নিহত ও আহতদের উদ্ধার করে বের করে নানা হয় গ্যাস কারখানা থেকে।

বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে নাইবোরের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এমবাকাসি এলাকার একটি গ্যাস কারখানায়। বিস্ফোরণের জেরে ওই এলাকার সর্বত্রই ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। কারখানাটি আগুনে পুড়ে পুরো ধূলিসাৎ হয়ে গেছে। কেনটেইনারস কোম্পানি লিমিটেড সংস্থার একটি গ্যাস কারখানায় আগুন লাগে বলে জানিয়েছেন সরকারের এক মুখপাত্র।

কি কারণে আগুন লেগেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই এই বিস্ফোরণের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল । কারখানার মধ্যে অনেক গ্যাস সিলিন্ডার থাকায় দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। পরে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে যা বিপত্তি ঘটার তা হয়ে গেছে।