আবারও সমুদ্র পাড়ি দিয়ে ১৩০ জনেরও বেশি রোহিঙ্গা ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশ করেছে
Indonesia Rohingya

The Truth of Bengal: সমুদ্র পাড়ি দিয়ে আরও ১৩০ জনেরও বেশি রোহিঙ্গা শরণার্থী ইন্দোনেশিয়ায় পৌঁছেছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থার এক আধিকারিক এ তথ্য জানিয়েছেন। মায়ানমারের নির্যাতিত ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী রোহিঙ্গারা। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে সম্প্রতি রোহিঙ্গাদের আগমন চোখে পড়ার মতো। বৃহস্পতিবার উপকূলে অবতরণ করার সময় স্থানীয় বাসিন্দারা তাদের প্রত্যাখ্যান করেছে। এসময় শত্রুতার সম্মুখীনও হয়েছেন তারা। ইউএনএইচসিআর এর তথ্যমতে, ২০২৩ এর অক্টোবর থেকে প্রায় দুই হাজার রোহিঙ্গা ইন্দোনেশিয়ায় এসেছেন।
কয়েক বছর ধরে মায়ানমার ছেড়ে যাচ্ছেন রোহিঙ্গারা। মায়ানমারে তাদেরকে সাধারণত দক্ষিণ এশিয়া থেকে আগত বিদেশি লোক হিসেবে বিবেচনা করা হয়, তাদের নাগরিকত্ব অস্বীকার করা হয় ও তাদের নির্যাতনও করা হয়। মায়ানমার কর্তৃপক্ষের নির্যাতন থেকে বাঁচতে বা প্রতিবেশী বাংলাদেশের ক্যাম্পে অপর্যাপ্ত সুযোগ সুবিধার কারণে ও উন্নত জীবনের আশায় রিকেটি বোটে করে তারা বিভিন্ন স্থানে যাতায়াত করে।
নভেম্বর থেকে এপ্রিলের মধ্যকার সময়ে সমুদ্র যখন শান্ত থাকে তখন তাদের মধ্যে কেউ কেউ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া ভ্রমণ করে থাকেন। তবে ইন্দোনেশিয়ায় তারা প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন। গত বছরের ডিসেম্বরে দেশটির বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি দল শত শত রোহিঙ্গাকে তাড়ানোর দাবিতে বান্দা আচেহ শহরের একটি কনভেনশন সেন্টারে হামলা চালিয়েছিল। ইউএনএইচসিআর ঘটনাটিকে ‘জনতার আক্রমণ’ বলে অভিহিত করেছে। অনলাইন ভুল তথ্য ও ঘৃণামূলক বক্তব্য প্রচারের ফলাফল বলেও মন্তব্য করেছেন তারা।