কলকাতা

সোমবার থেকে শুরু হবে বাজেট অধিবেশন! বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত বিরোধীদের

Bengal Budget 2024

The Truth of Bengal: আগামী সোমবার থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অধিবেশন শুরুর আগে আজ বিধানসভায় বসছে সর্বদল বৈঠক। বাজেট অধিবেশন নিয়েই ওই বৈঠক ডেকেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলের বিধায়কেরা ওই বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপির পরিষদীয় দলের তরফ থেকে জানানো হয়েছে, স্পিকারের ডাকা বৈঠকে তারা অংশ নেবে না।

যদিও সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী ৮ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় পেশ করা হতে পারে বাজেট। লোকসভা নির্বাচনের প্রাক্কালে একদিকে কেন্দ্রের বাজেট যখন হতাশাজনক হয়েছে, তখন অন্যদিকে বাংলার বাজেটে কোন কোন বিষয়গুলি উঠে আসছে সেদিকেই নজর সকলের।

বিধানসভায় শুক্রবার সর্বদলীয় বৈঠকে যোগ দিলেন প্রধান বিরোধী দলের গড়হাজির নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে। অন্যদিকে এদিন আইএসএফ বিধায়ক নৌশদ সিদ্দিকির উপস্থিতি ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Free Access

Related Articles