রাজনীতিরাজ্যের খবর
Trending

“বাংলাই দেশকে নেতৃত্ব দেবে”, তাঁকে জেলে ভরা হলেও লড়াই থামবে না বলে হুংকার মমতার

mamata banerjee

The Truth Of Bengal: লোকসভা ভোটের আগে দেশের বিরোধীদের কন্ঠরোধ করা হচ্ছে। ভয় দেখানোর এই  রাজনীতিকে তিনি পরোয়া করেন না, জেলে ভরলেও মুখ বন্ধ করা যাবে না। শান্তিপুরের সভা থেকে আরও চড়া সুরে বিজেপির রাজনীতিকে তোপ দাগেন  মমতা বন্দ্যোপাধ্যায়।রাজ্যের একশ দিনের শ্রমিকদের টাকা না দেওয়ার প্রতিবাদে ২ফেব্রুয়ারি থেকে ধর্নায় সামিল হওয়ার জন্য সাধারণ মানুষকে আরও একবার আবেদন জানান মুখ্যমন্ত্রী।সিপিএমের সঙ্গ দোষে কংগ্রেস, জোট বজায় না রাখলেও  তৃণমূল  একাই লড়বে, বাংলাই দেশ জয় করবে বলেও স্পষ্ট করেন তিনি।

ভয় দেখিয়ে ভোটে জেতার জন্য  বিরোধী নেতাদের জেলে ভরা হচ্ছে।ভোটে জেতার এই  কৌশল মানুষ মেনে নেবে না।দেশের মানুষ বিজেপিকে জবাব দেবে। বৃহস্পতিবার নদিয়ার শান্তিপুরে প্রশাসনিক সভা থেকে আরও উচ্চস্বরে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী  আরও বলেন,  আমাদের সবাই চোর, আর আপনারা সাধু? তাঁর মতে সামান্য ভগ্নাংশের লোক  কিছু বেনিয়ম করেছে। তাদের বিরুদ্ধে দলের তরফে ব্যবস্থাও নেওয়া হয়েছে। কিন্তু তা বলে গোটা তৃণমূলের নামে বদনাম দেওয়া ঠিক না।একইসঙ্গে মুখ্যমন্ত্রী বিজেপিকে চোরেদের জমিদার বলে কটাক্ষ করেন।গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেন  কেন্দ্রের ভীতিপ্রদর্শনের কৌশলের  কাছে তিনি মাথা নত করবেন না। মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করা হলেও মানুষ তাঁকে ভোটে জিতিয়ে আনবে বলে আশা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন মতুয়া থেকে তফসিলি মানুষদের তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া দরকার সেই প্রসঙ্গও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।বড়মাকে বঙ্গবিভূষণ প্রদান থেকে জেলার উন্নয়নের একাধিক তথ্য উঠে আসে তাঁর কথায়

  •  ৩১৯.৭৫কোটি টাকা অর্থমূল্যের ৫৩৩টি প্রকল্পের শুভ উদ্বোধন
  •  মতুয়া সমাজের  বিকাশে ১০কোটি টাকা বরাদ্দ রাজ্য সরকারের
  •  নমঃশুদ্রদের বিকাশে আরও ৫কোটি টাকা বরাদ্দ প্রশাসনের
  •  ৩০০কোটি টাকা ব্যয়ে নবদ্বীপকে হেরিটেজ টাউন হিসেবে গড়া হবে
  • কল্যাণীতে এডুকেশন হাব তৈরির নব পরিকল্পনা নেওয়া হয়েছে

উনিশের ভোটে রাণাঘাটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়।বিজেপিকে বাংলা ছাড়িয়ে দেশ থেকে দূর করতে তৃণমূলই এককাট্টা লড়াইতে রয়েছে।কংগ্রেস সিপিএমের হাত ধরে বিজেপিকে সাহায্য করছে।তাই একলা চলোর নীতিতে তৃণমূল যে অনড় তাও আরও একবার স্পষ্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়।  এছাড়া তৃণমূল কংগ্রেস বিরোধীদের মতো করে না।সারা বছর পাশে থাকে।বিরোধীরা বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকে! সিপিএম কংগ্রেসের জোট হয়েছে, বিজেপিকে সাহায্য করবার জন্য।তাই বাংলা যাতে দেশকে পথ দেখাতে পারে সেজন্য বঞ্চনা ইস্যু থেকে জনস্বার্থবাহী ইস্যুতে পাশে থাকার আবেদনও জানান বিজেপি বিরোধী শিবিরের নেত্রী।

  •  ২ ফেব্রুয়ারি থেকে লাগাতার ধর্না চলবে
  •   ধর্নায় নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়
  •   ধর্নায় বঞ্চিতদের যোগ দেওয়ার আহ্বান
  •   জেলা-ব্লক-বুথে চলবে অবস্থান-আন্দোলন

এরমধ্যে মমতা বন্দ্যোপা্ধ্যায় একাধিক জেলা সফর করেছেন।প্রথমে কোচবিহার,জলপাইগুড়ি-শিলিগুড়ির পর মালদা-মুর্শিবাদে সভা করেন।সবশেষে নদিয়ার প্রশাসনিক সভা থেকে লোকসভার একলা চলার সুরকে আরও একবার জোরদার করলেন বলা যায়।

Free Access

Related Articles