বিনোদন

বুমেরাং-এর গল্প শাহিদের ছবি থেকে টোকা? বিতর্ক মাথাচাড়া দিতেই মুখ খুললেন পরিচালক

 

শাহিদ কপূর এবং কৃতি শ্যানন অভিনীত ‘তেরি বাতো মেঁ অ্যায়সা উলঝা জিয়া’ ছবিটি মুক্তির অপেক্ষায়। ছবিটির ট্রেলার দেখে মনে হচ্ছে, এটি একটি সায়েন্স ফিকশন কমেডি। এই ছবিতে মানুষের সঙ্গে রোবটের প্রেমের গল্প দেখানো হচ্ছে।

এদিকে, টলিউডে শুরু হয়েছে অন্য চর্চা। জিৎ এবং রুক্মিণী মৈত্র অভিনীত ‘বুমেরাং’ ছবিটির গল্প নাকি শাহিদের ছবির মতো।

এই চর্চা সম্পর্কে পরিচালক সৌভিক কুন্ডু বলেন, “চর্চা চলতেই পারে। কিন্তু আমি এ বিষয় নিয়ে মাথা ঘামাতে চাই না। আমি আমার ছবি নিয়ে যথেষ্ট কনফিডেন্ট।”

২০২২ সালে দুটি ছবির ঘোষণা করা হয়। তাই প্রশ্ন উঠেছে, দুটি ছবির গল্প কি একে অন্যের দ্বারা প্রভাবিত হয়েছে? না কি এটা নেহাতই কাকতালীয় ঘটনা?

Related Articles