রাজ্যের খবর

জমি জটে আটকে তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্প, ইতিবাচক ভূমিকা নিচ্ছে না রেল

Tarkeswar-Bishnupur rail project stuck in landlock

The Truth of Bengal: ভাবাদিঘি আন্দোলনের জেরে থমকে আছে দীর্ঘ বছর আটকে আছে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল সংযোগের কাজ। এবার সেই জমির কারণে কামারপুকুর থেকে বিষ্ণুপুরের রেল লাইনের কাজ থমকে গেল অমরপুরে। অমরপুর জমি জটে এবার বিশবাঁও জলে কামারপুকুর থেকে বিষ্ণুপুর রেল লাইনের কাজ।  আগে নিকাশি ব্যবস্থার স্থায়ী সমাধান। তারপর জমি হস্তান্তর–এরকমই দাবিতে গোঘাট ২ নম্বর বিডিও অফিস চত্বরে পূর্ব রেলের আধিকারিকদের সঙ্গে বাক্য বিনিময়ে জড়িয়ে পড়লেন অমরপুরের মানুষ এবং চাষিরা।

বেশ কয়েকবার এরকম খবর ছড়িয়ে পড়েছিল যে অমরপুরে জমি জটের সমাধান হয়েছে এবং কাজ শুরু হবে খুব শীঘ্রই। আদপে যে জমি জটের সমাধান হয়নি তা বোঝা যাচ্ছে। এর মূল কারণ স্থায়ী নিকাশের ব্যবস্থার ব্যাপারে উদাসীন রেল কর্তৃপক্ষ। অমরপুরের বিস্তীর্ণ এলাকার মানুষের দাবি, স্থায়ী নিকাশি ব্যবস্থা সমাধানে সক্রিয় হতে হবে। স্থায়ী প্রতিশ্রুতি পেলে তবেই তাঁরা জমি দেবেন রেলকে। কিন্তু সেই প্রতিশ্রুতি পাওয়া যায়নি রেল কর্তৃপক্ষের তরফ থেকে।

উন্নয়নের স্বার্থে এলাকার মানুষ রেলকে জমি চায়। কিন্তু, গ্রামের মাঝখান দিয়ে রেল লাইন গেলে দুই প্রান্তের নিকাশি ব্যবস্থা একেবারে ভেঙে পড়বে। আর এই সমস্যা সমাধান না করলে গ্রামের মানুষ রেলকে জমি দেবে না বলে অনড়। গ্রামবাসীর দাবি নিয়ে রেলের তরফে কোনও ইতিবাচক কিছু বলা হচ্ছে না। ফলে জট কাটছে না। জমী জটে রেলের কাজ থমকে যাওয়ায় তারকেশ্বর থেকে বিষ্ণুপুর স্বপ্নের রেল লাইনের বাস্তবায়ন বারবার হোঁচট খাচ্ছে। হতাশ গোঘাটবাসী। সমস্যা কাটাতে রেলকে এগিয়ে আসা ছাড়া উপায় নেই বলে মনে করছে গ্রামের মানুষ।

Related Articles