প্রযুক্তি
Trending

বিমানযাত্রীর জীবন রক্ষা করল অ্যাপলের স্মার্টওয়াচ!

Apple's smartwatch saved the life of the passenger!

The Truth Of Bengal, Mou Basu : বার্মিংহাম থেকে ভেরোনা যাওয়ার পথে চলন্ত বিমানের মধ্যে একজন বিমানযাত্রীর প্রাণ বাঁচাতে সহায় হল Apple Watch। চলতি মাসেই ব্রিটেন থেকে Rayanair এর বিমানে চেপে ইতালির ভেরোনা যাচ্ছিলেন ৭০ বছর বয়সি ওই মহিলা বিমানের মধ্যে অসুস্থ বোধ করেন। সৌভাগ্যক্রমে, ওই বিমানে একজন ডাক্তারও যাত্রী হিসাবে হাজির ছিলেন। কিন্তু সে সময় তাঁর কাছে ডাক্তারি করার মতো মেডিক্যাল সরঞ্জাম ছিল না, যার দ্বারা তিনি ওই মহিলা যাত্রীর শারীরিক পরীক্ষা করতে পারেন।

এরপর ওই চিকিৎসক নিজের কাছে থাকা অ্যাপল ওয়াচের ব্লাড অক্সিজেন ফিচারটি ব্যবহার করে প্রাণ বাঁচান ওই অসুস্থ মহিলার। গত ৯ জানুয়ারি ব্রিটেন থেকে ইতালিতে যাওয়ার সময় ৭০ বয়সি ব্রিটিশ মহিলা যাত্রীর বিমানের মধ্যেই শ্বাসকষ্ট শুরু হয়। সেই সময় বিমানকর্মীরা পরিস্থিতির গুরুত্ব অনুভব করে যাত্রীদের কাছে সাহায্য প্রার্থনা করেন। রশিদ রিয়াজ নামের এক চিকিৎসক সেই বিমানে উপস্থিত ছিলেন। তিনি ওই আপৎকালীন পরিস্থিতিতে মহিলা যাত্রীর স্বাস্থ্য পর্যবেক্ষণ করার জন্য অ্যাপল ওয়াচের হেলথ মনিটরিং ফিচারটি ব্যবহার করেন। রক্তে অক্সিজেনের মাত্রা জানার জন্য ব্লাড অক্সিজেন ফিচারটিও ব্যবহার করেন। পরীক্ষার পর ডাক্তার রিয়াজ বুঝতে পারেন যে, ওই মহিলা যাত্রীর রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেছে।

এরপর তিনি সময় নষ্ট না করে তিনি বিমান কর্মীদের কাছ থেকে অক্সিজেন সিলিন্ডার চেয়ে নেন। আর এভাবেই তিনি অক্সিজেনের মাত্রা পর্যবেক্ষণ করতে করতে, স্থিতিশীল হওয়া পর্যন্ত ওই মহিলাকে Apple Watch-এর মাধ্যমে পর্যবেক্ষণ করতে থাকেন। মহিলা যাত্রীর অক্সিজেন স্যাচুরেশন লেভেল ৫-১০ মিনিট পর স্বাভাবিক হয়। ওই যাত্রী ইসকেমিক হার্ট ডিজিজ আর ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। ভেরোনা শহরে বিমান অবতরণের পর মহিলা যাত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়।

 

FREE ACCESS

Related Articles