বিনোদন
Trending

জমল না ‘কর্মা কলিং’, কাঠগড়ায় সিরিজের চিত্রনাট্য

Karma Calling Review

The Truth Of Bengal : দুর্বল চিত্রনাট্যের ফলে বিফলে গেল রবিনার দুরন্ত অভিনয়, হতাশ করল রুচি নারেনের সদ্য মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘কর্মা কলিং’। কর্মফল কাউকে ছাড়ে না এই মতবাদের উপর দাঁড়িয়ে আছে রবিনার এই থ্রিলারটি। মোট ৭টি পর্বে বিভক্ত সিরিজটি। সিরিজের গল্প শুরু হয় আলিবাগের সবচেয়ে বিত্তশালী নারী হলেন ইন্দ্রাণী কোঠারির ছেলের সঙ্গে সিরিজের নায়িকা কর্মা তলওয়ারের এনগেঞ্জমেন্ট পার্টি দিয়ে। কিন্তু ঘটনাচক্রে দেখা যায় অনুষ্ঠানের আগেই সমুদ্রতটে খুন হয় ইন্দ্রাণীর ছেলে আরহান। কে এবং কীভাবে খুন হল আরহান এই ট্যুইস্টই চিত্রনাট্যর মোড় ঘুরিয়েছে গোটা সিরিজের।

গোটা সিরিজ জুড়েই রয়েছেন রবিনা ট্যান্ডন। আলিবাগের প্রভাবশালী ইন্দ্রাণী কোঠারির ভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন তিনি। এই ইন্দ্রণীর কথায় আলিবাগে কোনও কিছু হয় না। সবকিছুই তিনি কন্ট্রোল করেন। এমনকি তাঁর অনুমতি ছাড়া কেউ আলিবাগে ঢুকতেও পারে না। এই ধরণের এক দাপুটে চরিত্রকে সাবলীল করে তুলেছেন রবিনা। তাঁর অভিনয়ের পাশে বাকিদের পার্শ্বচরিত্র বলে মনে হয়েছে। ফলে, অন্যান্য অভিনেতারা শুধুই রয়েছেন নিজের মতো করে। তবে, সিরিজটি থ্রিলার হলেও এর গতি বেশ মন্থর। তাই প্রতিহিংসা পরায়ণ গল্পের রোমাঞ্চ ধরে রাখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে।

আমেরিকার রিভেঞ্জ নামক একটি সিরিজের আদলে এই সিরিজটির গল্প বুনেছেন পরিচালক রুচি নারেন। কিন্তু ভারতীয় প্লেটে সাজাতে গিয়ে বিপত্তি ডেকে এনেছেন স্বয়ং পরিচালক। থ্রিলার হলেও প্রথম পর্বের পর থেকেই মোটামুটি দর্শক জেনে যায় সিরিজের ক্ল্যাইম্যাক্স। ফলে সিরিজের সাসপেন্স গোড়া থেকেই নষ্ট হয়ে যায়। তাই, এই কর্মা কলিং সিরিজের প্রাপ্তি বলতেই শুধুই রবিনা। এছাড়া বাকিটা থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়।

 

FREE ACCESS

Related Articles