রাজ্যের খবর

কৃষিমেলায় সবজির সমাহার, বিভিন্ন আকারে সবজি দেখতে ভিড় জমছে মেলায়

Baruipur Krishi Mela 

The Truth of Bengal: শীতের মরসুমে নানা জায়গায় নানা রকম মেলা বসে। মানুষ ভিড় করে সেই মেলায়। আকারে অনেক বড় সবজি নিয়ে মেলা বসলো বারুইপুরে। নিজেদের ফলানো সেই সব সবজি নিয়ে মেলায় হাজির চাষিরা। আকারে অনেক বড় সেই সবজি দেখতে ভিড় জমাচ্ছে মানুষ। মেলায় গুরুত্ব দেওয়া হয় জৈব সার ব্যবহারের ওপর। কী ভাবে সেই জৈব সার প্রস্তুত করতে হয় তাও দেখানো হয় হাতেকলমে।

গত ২২ বছর ধরে চলছে জেলের হাট ঘোলা মিতালি সংঘের এই কৃষি মেলা। দূর দূরান্ত থেকে চাষিরা আসেন তাদের উৎপাদিত ফসল নিয়ে। সেই ফসল প্রদর্শিত হয় সাধারণ মানুষের জন্য। সাধারণ ঘরোয়া পদ্ধতিতে কী ভাবে জৈব সার প্রস্তুত করতে হয় তা শেখানো হয় মেলায়। রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষি বিভাগের আধিকারিকরা ছিলেন মেলায়। মেলার সম্পাদক অমিতাভ শর্মা জানান, সাধারণ মানুষের জন্য এই মেলা চলে আসছে অনেক বছর ধরে।

এখন এই মেলা ঘিরে মানুষের আগ্রহ আরও বাড়ছে। এই মেলায় চাষিরা নিজেদের হাতে ফলানো অদ্ভুত রকম সবজি নিয়ে হাজির হন। সেই সবজিগুলি আকারে আর পাঁচটা সবজির থেকে অনেক বড়। চোখের সামনে সেই সবজি দেখার জন্য ভিড় করে প্রচুর সাধারণ মানুষ। এছাড়াও কেন্দ্র ও রাজ্য সরকারের কৃষি বিভাগের একাধিক দফতর আছে। যেখান থেকে সরকারের প্রকল্পগুলি সম্পর্কে জানতে পারছে মানুষ।

Related Articles