ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলক ফিচার নয়, এবার নিঃশ্বাসের মাধ্যমে খুলবে স্মার্টফোন
Not a fingerprint or face unlock feature, this time the smartphone will be opened by breathing

The Truth of Bengal, Mou Basu : বায়োমেট্রিক অথেনটিকেশনের ক্ষেত্রে হাতের আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট আর ফেস আনলক ব্যবহার করা হয়। ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্টের মতো ফিচার যখন স্মার্টফোনের আনলক করার জন্য ব্যবহারের প্রচলন শুরু হয় তখন দাবি করা হয়েছিল যে এই সিকিউরিটির কোনো বিকল্প নেই। তবে সময়ের সঙ্গে সঙ্গে এখানেও সমস্যা দেখা দিয়েছে। আসলে কেউ কেউ ঘুমন্ত মানুষের আঙুল ব্যবহার করেও ফোন আনলক করতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে নয়া উদ্ভাবনীর সন্ধান দিয়েছেন আইআইটি মাদ্রাজের গবেষক মহেশ পঞ্চগনুলা ও তাঁর দল।
আইআইটি মাদ্রাজের গবেষক দলের দাবি, শিগগিরিই নিঃশ্বাসের মাধ্যমে ফোন আনলক করতে পারা যাবে। এই বায়োমেট্রিক পদ্ধতিতে মৃত ব্যক্তির ফোন আনলক করা যাবে না, যেমনটা ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে সম্ভব। গবেষক দলের দাবি, নিঃশ্বাসের মাধ্যমে যে সামান্য বাতাসে টার্বুলেন্স হয় তাই স্মার্টফোন বা অন্য কোনো যন্ত্রের আনলকের ক্ষেত্রে বায়োমেট্রিক অথেনটিকেশনের জন্য ব্যবহার করা হয়।
আইআইটি মাদ্রাজের গবেষকরা তাঁদের গবেষণায় দেখিয়েছেন, নিঃশ্বাসের সময় নাক থেকে বেরোনো বাতাসের ডেটা রেকর্ড করা হয় এয়ার প্রেসার সেন্সরের মাধ্যমে। ৯৪ জনের ওপর পরীক্ষা চালানো হয়। আইআইটি মাদ্রাজের গবেষকরা ৯৪ জনের নিঃশ্বাস ১০ বার রেকর্ড করা হয়। এয়ার প্রেসার সেন্সর এক সেকেন্ডে ১০ হাজার বার রিডিং নিয়েছে। এই ডেটা তারপর ব্যবহার করে এআই মডেল। এআই মডেল কার নিঃশ্বাস তা ৯৭% সঠিক ভাবে চিহ্নিত করতে পেরেছে।
FREE ACCESS