
The Truth of Bengal: গত দেড় দশকেরও বেশি সময় ধরে রাখাইন প্রদেশে চলছে গোষ্ঠী সংঘর্ষ। এই পরিস্থিতিতে গত নভেম্বর মাস থেকে সেই দেশের তিনটি বিদ্রোহীগোষ্ঠীর নতুন জোট ব্রাদারহুড অ্যালায়েন্স সামরিক জুন্টা সরকারের বিরুদ্ধে শুরু করে অভিযান। য়ে অভিযানের পোশাকি নাম অপেরশন ১০২৭। পরবর্তী সময়ে জুন্টা বিরোধী যুদ্ধে চিন ন্যাষনাল আর্মি এবং চায়নাল্যান্ড ডিফেন্স ফোর্স, কাচিন লিবারেশন ডিফেন্স ফোর্স সামিল হয়।
উত্তর এবং উত্তর-পশ্চিম মায়ানমারের শান, চিন আর সাগিয়াং প্রদেশের পরে মধ্য-পশ্চিম মায়ানমারের রাখাইনেও সংঘর্ষ শুরু হ৮য়। বৃহস্পতিবার ওই প্রদেশের বুচিডং এবং ফুমালিতে বিদ্রোহী জোটের সঙ্গে সংঘর্ষ বাঁধে মায়ানমারের। তারপরই আকাশপথে হামলা শুরু করে জুন্টার বায়ুসেনা। প্রসঙ্গত, রাখাইন প্রদেশের রামরি শহরে রয়েছে বিমানঘাঁটি। সেখান থেকেই চলছে অপারেশন। এমনটাই সূত্রের খবর।
যদিও এরমধ্যেই কয়েকটি গ্রাম ও সেনা ছাউনি দখন করে ফেলেছে বিদ্রোহীরা। আরাকান আর্মির এই হামলায় মায়ানমার সেনা বাংলাদেশ লাগোয়া বেশকয়েকটি সীমান্ত চৌকি ছেড়ে চলে গিয়েছে বলেও জানা যায়। ইতিমধ্যেই গণতন্ত্রপন্থী শক্তির স্বঘোষিত সরকার জুন্টা বিরোধী রাজনৈতিক দল বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলির প্রতি সমর্থন জানিয়েছে।