রাজ্যের খবর

নিখোঁজ ব্যক্তির খোঁজ দিয়ে টাকা হাতানোর অভিযোগ, তদন্তে ইসলামপুর সাইবার ক্রাইম থানা

Allegation of extorting money by searching for a missing person

The Truth of Bengal: ৩ মাস ধরে নিখোঁজ থাকা ব্যক্তির খোঁজ দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠলো উঃ দিনাজপুর জেলার , এমন অভিযোগ নিয়ে ইসলামপুর সাইবার ক্রাইম থানার দারস্থ হল ওই নিখোঁজ ব্যক্তির পরিবার। জানা গেছে, কানকি ফাঁড়ি এলাকার ভক্তিয়া গ্রামের বাসিন্দা আদ্যনাথ কাপাসিয়া গত বছর অক্টোবর মাসে ভেলুর থেকে চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার সময় ট্রেন থেকে নিখোঁজ হয়ে যান।

আদ্যনাথ কাপাসিয়ার পরিবার বাড়ি ফিরে কানকি ফাড়িতে ওই বিষয়ে মিসিং ডাইরি জমা দেয়। বিভিন্ন জায়গায় খোঁজ খবরও করা হলেও তার খোঁজ পাওয়া যায়নি বলে দাবী পরিবারের। আচমকা বুধবার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি আদ্যনাথ কাপাসিয়ার পরিবারের সাথে কথা বলে। আদ্যনাথ বাবুকে ফিরিয়ে আনতে খরচ লাগবে বলে দুই দফায়।

৪ হাজার টাকা মোইবাইলের মাধ্যমে নেন ওই ব্যক্তি বলে অভিযোগ। এর পরেই রাতে আদ্যনাথ বাবুকে ফেরত পেতে ৫ লক্ষ টাকা দাবী করে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। নিরুপায় হয়ে আদ্যনাথের পরিবার বুধবার রাতে কানকি ফাড়িতে যায়। কানকি ফাড়ির পুলিশের পরামর্শে ইসলামপুর সাইবার ক্রাইম থানার দারস্থ হয় আদ্যনাথ কাপাসিয়ার পরিবার।

Related Articles