
The Truth of Bengal: বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। প্রথম দিনেই কংগ্রেস প্রস্তাব প্রত্যাখান করেছে। বর্ধমানে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে বিরোধীদের জোট সম্পর্কে আরও একবার ব্যাখা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাহুল গান্ধী আশ্বস্ত করেন,ইন্ডিয়া জোটের শরিকী সম্পর্ক ঠিক হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো। তৃণমূল সুপ্রিমোর সাফকথা,কংগ্রেসকে ৩০০আসনে লড়ার প্রস্তাব দেওয়া হয়, কংগ্রেস সে কথা মানেনি। আঞ্চলিক দলগুলো ভোটের পর সিদ্ধান্ত নেবে, কী রণকৌশল নেওয়া হবে। বিজেপিকে ভোটে হারাতে তৃণমূলের একের বিরুদ্ধে এক জোট প্রস্তাব কংগ্রেস মানছে না। ইন্ডিয়া জোটে সিপিএমের খবরদারি কায়েম করা হয়েছে।
তাই বিরোধী জোটকে দুর্বল করার বিরুদ্ধে পার্ক সার্কাসের সভা থেকে কংগ্রেস-সিপিএমকে সমঝোতার পথ ধরার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।এরপর কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী গুয়াহাটিতে মন্তব্য করেন,মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ভালো।ছোটখাটো ভুল বোঝাবুঝি আগামীদিনে মিটে যাবে।রাহুলের এই বক্তব্য খণ্ডন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানের প্রশাসনিক সভায় যোগ দিতে যাওয়ার আগে তৃণমূল সুপ্রিমোর সাফকথা, কংগ্রেসকে কড়া বার্তা তৃণমূল সুপ্রিরাহুল গান্ধী যে পশ্চিমবঙ্গে আসছে তা আগে এখনও কোনওরকম তাঁকে জানায়নি বলেও তা স্পষ্ট করেন বিজেপি বিরোধী শিবিরের অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। ৫রাজ্যের ভোটে প্রমাণ হয়েছে কংগ্রেস আর অবিজেপি শরিকদের মিলিত ভোট বিজেপির থেকে বেশি।
কংগ্রেস মধ্যপ্রদেশ,ছত্তিশগড়,রাজস্থান সহ ৫রাজ্যে ৩৮শতাংশের কাছে ভোট পায়। বিজেপি পায় ৪১ শতাংশের কাছে ভোট।অর্থাত্ রাজনীতির পার্টিগণিত বলছে,বিজেপি বিরোধী দলগুলো বিজেপির থেকে অনেকটা এগিয়ে আছে। তাই বিধানসভার ফলাফল দেখেই লোকসভায় ৫৪৩ আসনে কংগ্রেসকে জোট প্রস্তাব দেওয়া হয়। চব্বিশে সর্বভারতীয় স্তরে বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখার কৌশল গ্রহণের বিষয়ে জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীদিনে জাতীয় স্তরে জোট রসায়ন কী দাঁড়ায় সেটাই বড় দেখার বিষয়।কংগ্রেস আঞ্চলিকদলগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য রাখতে কী নীতি গ্রহণ করে তাও লক্ষ্যণীয়।