সোমালিয়ার প্রেসিডেন্ট পুত্রের কারাদণ্ড রদ, বদলে অর্থদণ্ডের রায় তুরস্কের আদালতের
Turkish court overturns jail sentence of Somalia's president's son, replaces fine

The Truth Of Bengal: তুরস্কের আদালত সোমালিয়ার প্রেসিডেন্ট পুত্রের কারাদন্ড থেকে রেহাই দিয়ে মোটা অঙ্কের জরিমানা করেছে। কারাদণ্ডকে জরিমানায় রূপান্তরের এই ঘটনা তুরস্কের ইতিহাসে অতীতে কোনওদিন ঘটেনি। যা কার্যত নজিরবিহীন।
ডাক পিওন মৃত্যুকাণ্ডে তুরস্কের আদালতে দোষী সাব্যস্ত সোমালিয়ার প্রেসিডেন্টের ছেলের কারাদন্ড রদ করে দিল তুরস্ক। কারাদণ্ড থেকে রেহাই দিয়ে অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে কারাদণ্ডকে জরিমানায় রূপান্তরের এই ঘটনা তুরস্কের ইতিহাসে বিরল। । সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদের ছেলে মোহাম্মেদ হাসান শেখ মোহামুদকে আড়াই বছরের কারাদণ্ডের সাজা থেকে মুক্তি দিয়ে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে। সূত্রের খবর, ইস্তাম্বুলের আদালত তাঁকে ২৭ হাজার ৩০০ তুর্কি লিরা অর্থ্যাৎ ৯০০ ডলার জরিমানা করেছেন। জরিমানার পাশাপাশি মোহাম্মেদের গাড়িচালকের লাইসেন্সও ছয় মাসের জন্য বাতিল করা হয়েছে। তবে রায় ঘোষণার সময় মোহাম্মেদ আদালতে হাজির ছিলেন না।
প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর ইস্তাম্বুলে মোহাম্মেদ হাসান শেখ মোহামুদ সওয়ারি একটি কূটনৈতিক গাড়ির সঙ্গে একটি মোটরাসাইকেলের ধাক্কা লাগে। ডাক পিওন ইউনুস ইমরে গোসের মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। আর এই দুর্ঘটনার ছদিনের মাথায় মারা যায় ডাক পিওন ইউনুস ইমরে গোসের। সোমালিয়ার প্রেসিডেন্ট পুত্র মোহাম্মেদ গাড়িটি চালাচ্ছিলেন। এরপর মোহাম্মেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তবে তার আগে গত ২ ডিসেম্বর তুরস্ক ছাড়েন তিনি। ‘অবহেলার’ কারণে গোসেরের মৃত্যু হয়েছে বলে মোহাম্মেদ হাসান শেখ মোহামুদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। মোহাম্মেদ তাঁর বিরুদ্ধে ওঠা অবহেলাজনিত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, মোটরসাইকেলটি হঠাৎই থেমে গিয়েছিল। এ দুর্ঘটনা এড়ানোর সুযোগ ছিল না। এদিকে গোসের মৃত্যুকাণ্ডে তুরস্ক ও সোমালিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তিক্ত হয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছিল। তবে আদালতের রায়ের পর সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদে বলেছেন, ‘তুরস্ক ভ্রাতৃত্বপূর্ণ দেশ।অর্থ্যাৎ তুরস্ক ও সোমালিয়ার সম্পর্কে যে এতটুকু চিড় ধরেনি তা স্পষ্ট।
Free Access