অফবিট

মুদির মেয়ে আজ আইএএস: বাবা-মায়ের স্বপ্ন পূরণ করলেন শ্বেতা!

 

হুগলির ভদ্রেশ্বরের ছোট্ট একটা মুদিখানার দোকান থেকে উঠে এসে আজ ভারতীয় প্রশাসন সার্ভিস (IAS)-এর ১৯তম স্থানে পৌঁছে গেলেন শ্বেতা আগারওয়াল। বাবা-মায়ের গলা পর্যন্ত ঋণে ডুবে থাকার মধ্যেও মেয়ের পড়াশোনার জন্য কখনো আপোষ করেননি তাঁরা। শ্বেতার এই সাফল্যে বাবা-মায়ের চোখে জল।

শ্বেতার বাবা সন্তোষ আগরওয়ালের হুগলিতে একটি ছোট মুদিখানার দোকান ছিল। হুগলির ধুকতে থাকা শিল্পের মধ্যেও দোকানটি চালিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু মেয়ের পড়াশোনার জন্য সবসময়ই তিনি উৎসাহিত ছিলেন। শ্বেতার মায়ের পড়াশোনা বারোর গণ্ডি পেরোতে পারেনি। কিন্তু শ্বেতা ছোট থেকেই মেধাবী ছিলেন। স্কুল-কলেজে সবসময়ই ভালো রেজাল্ট করতেন তিনি।

শ্বেতা ২০১৬ সালে আইআইটি খড়গপুর থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন। এরপর তিনি ২০১৮ সালে আইপিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। কয়েকদিন আগেই জানতে পারেন তিনি পশ্চিমবঙ্গে ক্যাডার হিসেবে কাজ করবেন। এরই মধ্যেই খবর আসে তিনি আইএএস পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছেন।

Related Articles