
The Truth of Bengal: মঙ্গলবার সন্ধ্যায় হঠাত্ টলিউডের ব্যস্ততম নায়ক দেবকে দেখা গেল আসানসোল মহিশিলা ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামে। এদিন সুশান্ত রায়ের তৈরি নিজের মোমোর মূর্তি উদ্বোধন করলেন সুপারস্টার দেব। সবার উপস্থিতিতে পর্দা সরিয়ে নিজের মোমের মূর্তি উন্মোচন করেন দেব। মূর্তি দেখে শিল্পী সুশান্ত রায়কে ধন্যবাদ জানান সাংসদ ও অভিনেতা দেব।
এদিন ছবির কাজে আসানসোলে এসেছিলেন দেব। এবং কলকাতায় ফেরার পথে ঘুরে গেলেন সুশান্ত রায়ের এই মোমের জাদুঘর। মিউজিয়ামে রাখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রয়াত মুখমন্ত্রী জ্যোতি বসুর মোমের মূর্তিও দেখেন তিনি। আর টলিউড সুপারস্টার দেবকে দেখতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়েছিল গোটা মিউজিয়াম চত্বরে।