শ্রমিক সমাজকে সুরক্ষিত রাখার প্রয়াসে প্রতিটি জেলায় আয়োজিত হয়েছে শ্রমিক মেলা
Shramik Mela

The Truth of Bengal: শ্রমিক সমাজকে সুরক্ষিত রাখার প্রয়াস। জেলায় জেলায় আয়োজন করা হয়েছে শ্রমিক মেলার। শ্রমিকমেলায় ২১৬৮ শ্রমিককে দেওয়া হয়েছে সওয়া ৩ কোটি টাকার অনুদান। আগামীদিনে আরও শ্রমিককে সুরক্ষা বলয়ে আনার উদ্যোগ রাজ্য সরকারের। অফিসের বদলে মেলা প্রাঙ্গন থেকেই পরিষেবা মেলায় বেজায় খুশি শ্রমিকরা।
বাম আমলের সরকারকে শ্রমিক দরদি বলে দাবি করা হলেও কোনও সামাজিক সুরক্ষা প্রকল্প কার্যকর করতে দেখা যায়নি। বর্তমান সরকার তাই বঞ্চিত ও বিপন্ন শ্রমিকদের সুরক্ষিত রাখার ভাবনা নিয়েছে। যার মধ্যে রয়েছে নির্মাণ কর্মী, পরিবহণ কর্মীদের সুরক্ষা প্রকল্প। রাজ্যের অসংগঠিত শ্রমিক অর্থাৎ নির্মাণ কর্মী, পরিবহনকর্মী থেকে ইটভাটার শ্রমিক সকলেই এই সুবিধাগুলি পায়। এই প্রকল্পে শ্রমিকদের ভবিষ্যতের পাশাপাশি সন্তানদের পড়াশোনার সুবিধা দেওয়া হয়। দুটি সন্তানের পড়াশোনার টাকা ছাড়াও, চিকিৎসার জন্য ৬০ হাজার টাকার সাহায্য দেওয়া হয় এর মাধ্যমে। হেলথ স্কিমের মাধ্যমে শ্রমিক থেকে খেটেখাওয়া মানুষের রোগ নিরাময়ের সুযোগ দেওয়া হয়। সেই পরিষেবা এতদিন, শ্রম দফতরে গিয়ে শ্রমিকদের নিতে হত। এবার শ্রমিকদের দুয়ারে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য জেলায় জেলায় আয়োজন করা হয়েছে শ্রমিক মেলার।
এই প্রকল্পের মাধ্যমে পরিবহণ কর্মী, নির্মাণ কর্মীদের সুরক্ষা বলয়ে আনা হয়েছে। সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে নগদ সাহায্য প্রদান করা হবে। দ্বাদশ শ্রেণিতে পড়াশোনার জন্য দেওয়া হচ্ছে ৫ হাজার টাকা, আইআইটি-স্নাতকে পড়াশোনা করলে দেওয়া ৬ হাজার টাকা। স্নাতকোত্তর স্তরে দেওয়া হয় ১০ হাজার টাকা। অন্যদিকে, হেলথ স্কিমের মাধ্যমে ২০ হাজার টাকা সহায়তা করবে রাজ্য সরকার। যদি অপারেশনের প্রয়োজনে পড়ে, সেক্ষেত্রে দেওয়া হবে ৬০ হাজার টাকা।
এই সব সুবিধা যাতে শ্রমিকরা একছাতার তলায় পায় সেজন্য জেলায় জেলায় শ্রমিক মেলার আয়োজন করা হচ্ছে। মুর্শিদাবাদে সামাজিক সুরক্ষার সুবিধা পেলেন ৩ কোটির বেশি মানুষ। ২১৬৮ জনকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। শ্রম বিভাগের অধীনে ভবিষ্যনিধি প্রকল্প, মৃত্যু ও দুর্ঘটনা বিষয়ক সহায়তা–সহ নানা সুযোগ–সুবিধার ব্যবস্থা থাকছে। সবমিলিয়ে শ্রমিকদের কল্যাণে আয়োজিত এই শ্রমিকমেলা বড় সুবিধা করে দিচ্ছে শ্রমিকসমাজের তা বলাই যায়।
Free Access