এবার মেসির মুকুটে নয়া পালক, ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জিতলেন বিশ্বকাপ জয়ী তারকা
Messi won the 'FIFA the best' award

The Truth Of Bengal : আবার মেসির মুকুটে জুড়লো নয়া পালক। ম্যানচেস্টার সিটির গোলমেশিন আলিং হল্যান্ড ও ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপেকে এবার পেছনে ফেলে দিলেন লিওনেল মেসি। ফের আরেকবার ফিফার বর্ষ সেরা মুকুট পড়লেন ফুটবলের জাদুকর।
‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জিতলেন বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন তারকা। ফিফার ওয়েবসাইটের তরফে ‘দ্য বেস্ট’ এ লাইভ বিবরণীতে জানানো হয়েছে মেসি আর হল্যান্ডের মধ্যে ভোটের হাড্ডাহাড্ডি লড়াই চলেছে। দুজনের পয়েন্ট ৪৮। তবে জাতীয় দলের অধিনায়কদের ভোটে প্রথম পছন্দের তালিকায় মেসি এগিয়ে রয়েছেন। ফিফার রুলস অব অ্যালোকেশন এর ১২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমবাপে ৩৮ পয়েন্ট নিয়ে রয়েছেন তৃতীয় স্থানে। যদিও লন্ডনে দ্য বেস্ট এর জমকালো অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি মেসি। তাঁর পুরস্কার সঞ্চালকের ভূমিকায় থাকা ফরাসি কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি নিজে হাতে তুলে নিয়েছেন।
FREE ACCESS