
The Truth of Bengla: কানাডায় বিদেশী পড়ুয়া কমানোর জন্য এবার উদ্যোগ নিল কানাডা সরকার। উচ্চশিক্ষার ক্ষেত্রে খরচা দিগুণ করার সিদ্ধান্ত কানাডা অভিবাসন মন্ত্রী মার্ক মিলারের। গত দুই দশক ধরে কানাডায় হায়ার স্টাডিজের জন্য খরচা হত ১০ হাজার ডলার। কিন্তু এবার থেকে সেই অঙ্ক বেড়ে দাঁড়ালো ২০ হাজার ডলার। এক ধক্কায় খরচা বেড়ে যাওয়ায় খুব স্বাভাবিক ভাবেই বিদেশী পড়ুয়াদের সংখ্যা হ্রাস পাবে কানাডায়। আর তাতেই সিলমোহর।
আসলে এই খরচা বাড়ানোর পিছনে রয়েছে বিদেশী পড়ুয়াদের সংখ্যা কমানোর কৌশল। কিন্তু কেন কানাডা সরকারের এইরূপ সিদ্ধান্ত, তা নিয়ে বিশ্বের নানা প্রান্তে উঠছে প্রশ্ন। বিদেশী পড়ুয়াদের কাছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রধান ডেসটিনেশন কানাডা। পড়ুয়ারা এখানে পড়াশোনার পাশাপাশি নিজের খরচা নিজে বহন করার জন্য চাকরিও করে থাকে। কানাডায় আছে আরও একটি সুবিধা। যে সব পড়ুয়াদের কাছে এইচ ১ বি ভিসা থাকবে তারা কানাডার যে কোন প্রান্তে চাকরি পেতে সক্ষম।
এমনকি পড়ুয়ার পরিবারের সদস্যরাও কানাডায় এসে চাকরি ও পড়াশোনার সুযোগ পাবে। এই সমস্ত নিয়মাবলী থাকাই দিনের পর দিন কানাডায় বেড়ে চলেছে বিদেশী পড়ুয়ার সংখ্যা। হিসেব বলছে এই মুহূর্তে প্রায় ৯ লক্ষ পড়ুয়া পড়াশোনা করছে কানাডায়। এত বেশি সংখ্যক পড়ুয়াদের থাকার পর্যাপ্ত জায়গা নেই, নেই বেশি সংখ্যক চাকরি। মিলারের মতে কানাডার অভিবাসন পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে সরকার।