দেশ
Trending

শনিবার বিবিধ বিষয় নিয়ে বৈঠকে বসতে চলছে ইন্ডিয়া জোট, কী হবে? কী কী বিষয়ে আলোচনা?

India alliance is going to meet on various issues on Saturday

The Truth Of Bengal : শনিবার অর্থাৎ ১৩ তারিখ বিবিধ বিষয় নিয়ে আলোচনায় বসতে চলেছে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার শরিকরাযদিও এই বৈঠক মুখোমুখি নয়, হবে ভার্চুয়ালি। জানা যাচ্ছে, বেলা ১১টার সময় শুরু হবে এই বৈঠক। আসন্ন লোকসভা নির্বাচনের আগে প্রত্যেকটি দল নিজের নিজের স্ট্র্যাটেজি গুছিয়ে নিচ্ছে। এবার নির্বাচনের স্ট্রাটেজি ঠিক করতেই এই বৈঠক। সূত্র মারফত জানা যাচ্ছে, মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে এই বৈঠকে। প্রথমত, কোন রাজ্যে কীভাবে আসন ভাগাভাগি হবে সেই বিষয়টি নিয়ে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করা হবে। ইতিমধ্যেই বিহারের আসনরফা প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। এক্ষেত্রে বাকি অন্যান্য রাজ্যগুলি কী অবস্থান নেবে তা আলোচনার মূল বিষয়। দ্বিতীয়ত, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লোকসভা নির্বাচনের পূর্বে কোন কোন এজেন্ডা নিয়ে এগোনো হবে সেটা নিয়েও আলোচনা হতে চলেছে।

তৃতীয়ত, ইন্ডিয়া জোটের আহ্বায়ক কে হবেন সেই সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে এই বৈঠকে। যদিও আপাতত আহ্বায়ক হিসেবে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নাম সামনে এসেছে। উল্লেখ্য ২০২৪ এর নির্বাচনের আগে নিজেদের রোডম্যাপ সাজানোর জন্য বিভিন্ন শহরে বিভিন্ন বৈঠকে বসছেন ইন্ডিয়া জোটের শরিকরা। গত ১৯ ডিসেম্বর দিল্লিতে ইন্ডিয়ার শেষ বৈঠক বসেছিল। সেখানে কিছুটা আকস্মিক ভাবেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের নাম প্রস্তাব করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার প্রস্তাবে সায় দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল। ওই বৈঠকেই তৃণমূল দাবি জানিয়েছিল, ৩১ ডিসেম্বরের মধ্যে আসন রফা চূড়ান্ত করতে হবে। তার পর দিনই আসন বোঝাপড়া সংক্রান্ত পাঁচ জনের একটি দলীয় কমিটি তৈরি করে ফেলেছিল কংগ্রেস।

সেই পাঁচ জনের কমিটি ইতিমধ্যেই নানা রাজ্যে নানা দলের সঙ্গে একপ্রস্ত কথা বলেছে। যদিও বাংলায় শাসকদল তৃণমূলের সঙ্গে তৃণমূলের কী কথা হয়েছে, বা শেষ পর্যন্ত কী সমীকরণ দাঁড়াবে তা স্পষ্ট নয় এখনও। এ নিয়ে দরকষাকষি চলছে বলেই দুই দলের সূত্রেই খবর। তবে এবার শেষ মুহূর্তে সামনাসামনি নয় ডাকা হয়েছে ভার্চুয়াল বৈঠক। ফলতো বর্তমানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোন প্রতিনিধি ইন্ডিয়া জটের বৈঠকে উপস্থিত থাকবেন কি না সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি।   

 

FREE ACCESS

 

Related Articles