রামমন্দির নিয়ে আবেগ প্রকাশ প্রধানমন্ত্রীর, রাজনৈতিক গিমিক বলে কটাক্ষ বিরোধীদের
Pm Modi expressed his feelings about Ram Mandir

The Truth of Bengal: আগামী ২২ জানুয়ারী অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওইদিন রাম মন্দিরে রামলালার প্রান প্রতিষ্ঠা করবেন। দিন যত এগিয়ে আসছে দেশজুড়ে উন্মাদনা বাড়ছে। বিশেষ করে দেশের শাসক দল বিজেপি এই রাম মন্দিরের উদ্বোধনকে সামনে রেখে জনসংযোগও শুরু করে দিয়েছে। বঙ্গ থেকে কন্যাকুমারি দেশের সর্বত্রই বাড়ি বাড়ি গিয়ে রামমন্দির উদ্বোধনের বার্তা পৌঁছে দিচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। এমনকি ওই দিন প্রক্যেক বাড়িতে প্রদীপ প্রজ্জলনের আবেদনও রাখছেন তারা। রামলালার ছবি এবং প্রদীপ পৌঁছে দিচ্ছেন ঘরে ঘরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামমন্দির উদ্বোধনের আগে ১১ দিনের বিশেষ অনুষ্ঠান কর্মসূচী ঘোষণা করেছেন।
রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে প্রতিদিন এই অনুষ্ঠান চলবে। এক্স হ্যান্ডেলে সেই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, আগামী ২২ জানুয়ারী এক পূণ্য মূহুর্তের সরাক্ষী থাকবো আমি। তিনি আরও লিখেছেন, এটা আমার জীবনের সৌভাগ্য। গোটা দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছে। তিনি জনগণের কাছে আশীর্বাদ চেয়েছেন ওই এক্স হ্যান্ডেল বার্তায়। উল্লেখ্য, অযোধ্যায় রামের যে বিগ্রহ রয়েছে তা এতোদিন বর্তমান রামমন্দির থকে আধ কিলোমিটার দূরের একটি অস্থায়ী মন্দিরে পুজো করা হয়।
अयोध्या में रामलला की प्राण प्रतिष्ठा में केवल 11 दिन ही बचे हैं।
मेरा सौभाग्य है कि मैं भी इस पुण्य अवसर का साक्षी बनूंगा।
प्रभु ने मुझे प्राण प्रतिष्ठा के दौरान, सभी भारतवासियों का प्रतिनिधित्व करने का निमित्त बनाया है।
इसे ध्यान में रखते हुए मैं आज से 11 दिन का विशेष…
— Narendra Modi (@narendramodi) January 12, 2024
সেই রামলালার বিগ্রহ এবার প্রাণ প্রতিষ্ঠা হবে নতুন রামমন্দিরে। এই বিগ্রহ রামমন্দিরে নিয়ে আসার গুরু দায়িত্ব অর্পণ করা হয়েছে প্রধানমন্ত্রী কাঁধে। মন্দির কর্তৃপক্ষ সেই জায়িত্ব প্রদানমন্ত্রীকে দিয়েছেন। রামমন্দির প্রতিষ্ঠা নিয়ে দেশের প্রধানমন্তি্রী নিজের সেই আবেগ প্রকাশ করেছেন এর আগেও। দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি এই নিয়ে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রীকে। বিরোধীদের অভিযাগ লোকসভা নির্বাচনের আগে, এটা প্রধানমন্ত্রীর গিমিক। সম্পূর্ণই রাজনৈতিক স্বার্থে করা হচ্ছে। তাদের প্রশ্ন, এতো তাড়াহুড়ো করে ঠিক ভোটের আগে আগে কেন রামমন্দিরের উদ্বোধন করতে হচ্ছে ?