বিনোদন

নতুন সিরিজের কাজে ব্যস্ত দেবালয়, মুখ্য ভূমিকায় সোলাঙ্কি

Debalay Next Web Series

The Truth of Bengal: শুক্রবার মুক্তি পাচ্ছে পরিচালক দেবালয় ভট্টাচার্যের স্বপ্নের ছবি ‘শ্রীস্বপনকুমারের বাদামী হায়নার কবলে’। তারই মধ্যে নতুন এক ওয়েব সিরিজ়ের কাস্টিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন পরিচালক।

গত বছর দেবালয় পরিচালিত ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজ়টি দর্শকমহলে যথেষ্ট সমাদৃত হয়েছিল।  খবরের সূত্র অনুযায়ী, নতুন এই সিরিজ়টি সাইকোলজিক্যাল থ্রিলার হতে চলেছে। শোনা যাচ্ছে, এই সিরিজ়ের মুখ্য চরিত্রে অভিনয় করবেন শোলাঙ্কি রায়। মন্টু পাইলট -এর পর ফের দেবালয়ের সঙ্গে কাজ করবেন সোলাঙ্কি।   এছাড়াও এই সিরিজ়ের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন টেলি দুনিয়ার অলিভিয়া সরকার এবং রিয়া গঙ্গোপাধ্যায়। আপাতত সিরিজ়ের বাকি কাস্টিং এখনও চূড়ান্ত হওয়া বাকি।

সিরিজটি নারী কেন্দ্রিক হলে নায়কের জন্য ইতিমধ্যেই একাধিক তারকার কাছে প্রস্তাব গিয়েছে। তার মধ্যে নীল ভট্টাচার্যের নামও রয়েছে। অবশ্য নীল এই সিরিজ়ে অভিনয় করবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। নীল ছোট পর্দার জনপ্রিয় মুখ। সেখানে তিনি এই সিরিজ়ের হাত ধরে ওয়েব ডেবিট করেন কিনা সেটাই এখন দেখার।

Related Articles