রাজ্যের খবর

দ্বীপবাসীর তকমা ঘুচতে চলেছে, রাস্তা ও ব্রিজ পাচ্ছে দ্বীপের বাসিন্দারা

Mayapur Road

The Truth of Bengal: গঙ্গার দিক পরিবর্তন হয়ে যাওয়ায় গ্রামটি দ্বীপে পরিণত হয়েছিল। সেই দ্বীপের বাসিন্দাদের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল নৌকা। স্কুল-কলেজ থেকে চিকিৎসার জন্য নবদ্বীপ শহরে আসতে গেলে গ্রামের প্রায় হাজার দশের মানুষকে নির্ভর করতে হতো একটি মাত্র নৌকায়। গ্রামের মানুষের দাবি ছিল, একটি ব্রিজ ও রাস্তার। অবশেষে তাঁদের সেই স্বপ্নপূরণ হতে চলেছে। মায়াপুরে নতুন রাস্তা সহ নতুন ব্রিজের আনুষ্ঠানিক সূচনা হল। এবার কাজ শুরু হওয়ার অপেক্ষা।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৩ সালে গঙ্গার পথ পরিবর্তন হওয়ায় ক্রমশ ছাড়িগঙ্গায় পরিণত হয়। নদী শুকিয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় নৌকা চলাচল। এর ফলে বিপাকে পড়তে ওইসব এলাকার মানুষের। ২০১৬ সালে নিজেদের চেষ্টায় গ্রামবাসীরা ওই ছাড়িগঙ্গায় মাটি ফেলে বাঁধের মতো রাস্তা তৈরি করে কোনও মতে যাতায়াত শুরু করে। তাঁদের সমস্যা সমাধানের জন্য সরকারের কাছে আবেদন করে গ্রামের মানুষ। সম্প্রতি ওই এলাকায় পরিদর্শনে আসেন রাজ্যের সেচমন্ত্রী সহ দফতরের আধিকারিকরা।

এরপরই বরাদ্দ হয় ২ কোটি ৫৯ লক্ষ টাকা। রাস্তা সহ ব্রিজটি তৈরির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে এক বছর। মায়াপুর বামনপুকুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ইদ্রাকপুর গ্রামে ১০০ মিটার রাস্তা সহ নতুন ব্রিজের আনুষ্ঠানিক সূচনা করেন নবদ্বীপ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মণীশ নন্দী। উপস্থিত ছিলেন, সেচ দফতরের এসডিও হাবিবুল্লা শেখ, নবদ্বীপ পুরসভার পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা, নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জুরানি ঘোষ অসংখ্য গ্রামবাসী। এবার কাজ শুরু হওয়ার অপেক্ষা। এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যা এবার মিটতে চলেছে।

Related Articles