পোষ্যর খেয়াল রাখবে এআই প্রযুক্তিতে চলা বাইপেডাল রোবট
A bipedal robot running on AI technology will take care of the pet

The Truth Of Bengal, Mou Basu : অনেকেরই বাড়িতে পোষ্য রয়েছে। কাজে বাড়ির বাইরে গেলেই চিন্তা হয় পোষ্য ঠিক আছে তো? পোষ্যর খেয়াল ঠিকমতো খেয়াল রাখা হচ্ছে তো? আপনার চিন্তা দূর করতে এগিয়ে এসেছে এলজি (LG) সংস্থা। এলজি’ র তরফে জানানো হয়েছে, খুব শিগগিরই তারা বাজারে আনছে এআই বা কৃত্রিম মেধা প্রযুক্তিতে চলা নতুন বাইপেডাল বা ২ পায়ে চলা রোবট।
মার্কিন যুক্তরাষ্ট্রের লাসভেগাসে CES 2024 এই রোবট লঞ্চ করা হবে। রোবটটি চলবে Qualcomm’s Robotics RB5 প্লাটফর্মে। মুখের অঙ্গভঙ্গি ও গলার আওয়াজ শুনেই চিনতে পারে এই রোবট। শুধু পোষ্যর খেয়াল রাখাই নয় দরজা খুলে আপনিও যখন বাড়িতে ঢুকবেন বা বাড়ির বাইরে যাবেন তখন রোবট আপনাকে সম্ভাষণ জানাবে। এমনকি, আপনার মুড বা মানসিক অবস্থা বুঝে হালকা মিউজিকও চালিয়ে দেবে। রোবটের মুখে ক্যামেরা লাগানো থাকবে।
শরীরের বিভিন্ন অংশে সেন্সর আর স্পিকার লাগানো থাকবে। ঘরের ভেতরে তাপমাত্রা ও বাতাসের গুণমান মাপতে পারে এই রোবট। তাই স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স হিসাবে কাজ করতে পারে এলজি’র অত্যাধুনিক রোবট। তবে রোবটের দাম সম্পর্কে কিছু জানায়নি এলজি কোম্পানি।
FREE ACCESS