রাজ্যের খবর

রেল লাইনের উপরে সুপারি গাছ, তল্লাশি ধূপগুড়ির জিআরপি এবং আরপিএফ বাহিনী

Dhupguri Rail Line

The Truth of Bengal: রাতের অন্ধকারে কেউ বা কারা রেল লাইনের উপরে ফেলে রেখেছিল সুপারি গাছ।এর জেরেই ঘটতে পারতো বড়সড় রেল দুর্ঘটনা। ধূপগুড়ির পুর এলাকার বিডিও অফিস সংলগ্ন এলাকায়।ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।রেল লাইনের উপর গাছ পড়ে থাকার জেরে দীর্ঘক্ষন লাইনের উপর দাঁড়িয়ে থাকে ট্রেন।এদিকে লাইনের উপর গাছ পড়ে থাকার খবর পেয়েই তল্লাশি চালালো ধূপগুড়ির জিআরপি এবং আরপিএফ বাহিনী।

রেল পুলিশ সূত্রে খবর রাতের অন্ধকারে কেউ বা কারা লাইনের উপর সুপারি গাছ এবং লাইনের উপরে ফেলে রেখে পালিয়ে যায়।রাত ১২:১৯ মিনিটে ডাউন লাইনে একটি মাল ট্রেন ওই লাইন দিয়ে যাওয়ার পথে ট্রেনের চালক লাইনের উপরের কিছু পড়ে আছে দূর থেকে দেখতে পেয়ে ইর্মারজেন্সি ব্রেক কষে ট্রেন দাঁড় করিয়ে দেন।আচমকাই মাঝ পথে ট্রেন দাঁড়িয়ে পড়ায় পাশ্ববর্তী লেভেল ক্রসিং এর দায়িত্ব থাকা রেল কর্মী ছুটে গিয়ে দেখতে পায় লাইনের উপর গাছ পড়ে রয়েছে। ঘটনার খবর দেওয়া হয় রেল পুলিশকে।

ঘটনার খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে পৌছে গাছ লাইনের উপর থেকে সরিয়ে দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাতের অন্ধকারে এই এলাকায় মদ্যপদের আড্ডার আসর বসে।শুধু মাত্র মদ্যপের আসর নয়, কতিপয় যুবক মদ সহ অন্যান্য নেশার সামগ্রি নিয়ে আসর বজায় বলে অভিযোগ।ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ ও আরপিএফ।পাশাপাশি রেল পুলিশ এলাকার সাধারণ মানুষকে নিয়ে সচেতনতার শিবিরের আয়োজন করে।

Related Articles