আন্তর্জাতিক

বাংলাদেশের জাতীয় নির্বাচন, দেশজুড়ে মোতায়েন সেনা

Bangladesh elecotion

The Truth of Bengal: আগামী রবিবার বাংলাদেশে জাতীয় নির্বাচন। এই নির্বাচন ঘিরে দেশের সর্বত্র টানটান উত্তেজনা রয়েছে। দেশের প্রধান বিরোধী দল বিএনপি এবং জামাতে ইসলামী এই নির্বাচন বয়কটের ডাক দিয়েছে। প্রধান বিরোধী দুই পক্ষের ভোট বয়কটের মাঝেই ভোটের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে চলছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোটা দেশজুড়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ মোট আসন 300 টি। তবে রবিবার নির্বাচন হতে চলেছে ২৯৯ টি আসনে।

নওগাঁ দুই কেন্দ্রের নির্দল প্রার্থীর মৃত্যুতে ওই কেন্দ্রে ভোট স্থগিত রাখা হয়েছে। ২০১৪ সালের নির্বাচনেও বিরোধীরা ভোট বয়কটের ডাক দিয়েছিল। শুধু বয়কট নয় ভোট বানচালের ডাকও দেয় তারা। তার জেরে ব্যাপক হাঙ্গামা হয়েছিল বাংলাদেশ জুড়ে। দেড়শ বেশি ভোট গ্রহণ কেন্দ্র ভাঙচুর হয়। এবারের নির্বাচনেও ভোট বয়কটের পাশাপাশি ভোট বানচালের হুমকি দিয়ে রেখেছে বিরোধী বিএনপি ও জামাতে ইসলামী। এবারও তাই নির্বাচন ঘিরে ব্যাপক অশান্তির আশঙ্কা করছে বাংলাদেশ প্রশাসন।

কোনভাবে ১০ বছরের আগেই স্মৃতি যেন ফিরে না আসে বাংলাদেশে তার জন্য করা নজরদারি চলছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সহ দেশের সর্বত্রই মিলিটারি নেমেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত সেনাবাহিনী। এদিকে রাষ্ট্রপতি ও তার স্ত্রী পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পর বাংলাদেশের রাষ্ট্রপতি দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে শান্তি বজায় রাখতে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

Related Articles