
The Truth of Bengal: উত্তর ২৪ পরগনার কামারহাটিতে ষষ্ঠী তলায় তৃণমূল কর্মী সামসাদ আলী ওরফে কাল্লুকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এদিন দুপুর ১.৩০ মিনিট নাগাদ কামারহাটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ম্যাকাঞ্জি রোডের ষষ্ঠী তলার বাড়ী থেকে বের হয়ে মদিনা মসজিদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। তখনই তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিতে কাল্লুর পায়ে এবং হাতে আঘাত লাগে। তাকে প্রথমে বেলঘরিয়ার বেসরকারি হাসপাতাল (জেনিথ) এবং পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়।
ঘটনাস্থল থেকে একশো মিটার দূরে কামারহাটি পুলিশ ফাঁড়ি হওয়া সত্ত্বেও সেখানে কোন পুলিশ আসেনি এমনকি স্থানীয় তৃণমূল কাউন্সিলর আফসানা খাতুনও ঘটনাস্থলে পৌঁছনি বলে অভিযোগ। এই ঘটনায় ফের একবার দলের গোষ্ঠীদ্বন্দ্ব ত্বত্ব সামনে এলো। কারণ আফসানা খাতুনের অনুগামীরাই কাল্লুর উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ। এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, যথেষ্ট নিরাপত্তার অভাব বোধ করছেন এলাকাবাসী।
কাল্লু স্থানীয় তৃণমূলের কর্মী। কয়েকদিন আগে ওই এলাকায় বাড়ি ভাড়ায় আসেন তার পরিবার। দুষ্কৃতীরা সংখ্যায় ৫ থেকে ৬ জন ছিল। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, কামারহাটিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়মিত হয়ে উঠেছে। এর আগেও একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে। তারা দাবি করেন, কামারহাটিতে যথেষ্ট নিরাপত্তা নেই। এলাকাবাসী নিরাপত্তা চেয়ে আন্দোলন শুরু করেছেন।