কলকাতা

সাইবার হানা থেকে বাঁচার উপায়, মাইকিং করে প্রচার পুলিশের

Kolkata Police Awareness

The Truth of Bengal: অভিযোগ পেলে প্রতারকদের ধরার ব্যাপারে কড়া পদক্ষেপ করে কলকাতা পুলিশ। তাও আটকানো যাচ্ছে না সাইবার প্রতারণা। এবার মানুষকে সচেতন করতে পথে নামল লালবাজার। কী ভাবে আপনি প্রতারণার শিকার হতে পারেন, আর কী ভাবে আপনি সেই প্রতারণা থেকে বাঁচতে পারেন, সেই সম্পর্কে মানুষকে সচেতন করছে পুলিশ। শহরের জনবহুল এলাকায় মাইকিং করে মানুষকে সচেতন করা হচ্ছে সাইবার ক্রাইম নিয়ে।  ধর্মতলা সরকারি বাসস্ট্যান্ডে মাইকিং করে মানুষজনকে সচেতন করা হয়।

বলা হয়,  অচেনা কারও সঙ্গে হোয়াটস্যাপ বা মেসেঞ্জারে চ্যাট করবেন না।  মেসেজ বা হোয়াটস্যাপে কোনও অচেনা এবং সন্দেহজনক মেসেজের রিপ্লাই বা কোনও লিঙ্কে ক্লিক করবেন না। OTP শেয়ার করা থেকে বিরত থাকুন। কোন অজানা App আপনার মোবাইল অগোচরে ইনস্টল হলে বা ব্যাঙ্ক থেকে টাকা কাটা গেলে সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক ও থানায় যোগাযোগ করুন। ব্যাঙ্ক অথবা Gpay, PhonePe, Paytm, Mobikwik ইত্যাদি অর্থকেন্দ্রিক সংস্থার কাস্টমার কেয়ার ফোন নম্বর সবসময় ব্যাঙ্ক এর যথার্থ ওয়েবসাইট থেকে নিন। গুগল সার্চ করবেন না।

সাধারণত প্রতারক নিজের ফোন নম্বর ব্যাঙ্ক এর নম্বর বলে গুগলে দিয়ে থাকে। এমন হলে প্রতারণার শিকার হতে পারেন। ফ্রি WiFi ব্যাভারের ক্ষেত্রে সতর্ক থাকার কথা বলা হয়। শহরের যে সব জায়গায় বেশি ভিড় হয়, সেই সব জায়গায় মানুষকে সচেতন করতে মাইকিং করছে পুলিশ। প্রতিদিন সাইবার প্রতারণার শিকারের সংখ্যা বাড়ছে। নিত্যনতুন উপায়ে প্রতারণার জাল বিছোচ্ছে প্রতারকরা। তাদের হাত থেকে বাঁচতে কী কী করণীয়, কী করলে আপনি সাইবার হানা থেকে সুরক্ষিত থাকবেন, সব জানিয়ে মানুষকে সচেতন করে কলকাতা পুলিশ। এবার পথে নেমে মাইকিং করে মানুষকে সচেতন করতে শুরু করল কলকাতা পুলিশ।

Related Articles