বিনোদন

ওই একটা ট্রিপই আমাদের জীবন বদলে দেয়, বলিউডকে হার মানাবে দীপঙ্কর-দোলনের প্রেম কাহিনি!

 

টেলি দুনিয়ার জনপ্রিয় জুটি দীপঙ্কর দে ও দোলন রায়। তাদের সম্পর্কের বয়সের ব্যবধান ২৪ বছর। এই অসমবয়সী প্রেমের সম্পর্কের শুরু হয়েছিল ১৯৯৭ সালে।সেই সময় দোলন ছিলেন একজন তরুণ অভিনেত্রী। রবি ঘোষের নাটক দলে কাজ করতেন তিনি। একদিন সেই নাটকের দল একটি বাইরে যায় ট্রিপে। সেই ট্রিপেই দোলন ও দীপঙ্কর প্রথমবারের মতো একে অপরের কাছাকাছি আসেন।

দোলন বলেন, “সেদিন আমরা সবাই মিলে রাতের খাবার খেতে বসে ছিলাম। তখন দীপঙ্কর আমার পাশে বসেছিলেন। তিনি আমাকে অনেক কিছু শোনাচ্ছিলেন। আমি তার কথা শুনে মুগ্ধ হয়ে যাই। তারপর থেকেই আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে।”
দীপঙ্করও দোলনের প্রেমে পড়ে যান। তিনি দোলনকে প্রস্তাব দেন। দোলনও রাজি হন।

কিন্তু তাদের সম্পর্ক নিয়ে শুরু হয় নানা বিতর্ক। সমাজের অনেক মানুষ তাদের সম্পর্কের বিরোধিতা করেন। দোলনের ক্যারিয়ারও হুমকির মুখে পড়ে।
তবুও দোলন-দীপঙ্কর তাদের সম্পর্কের জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। তারা সমাজের সব বাধা-বিপত্তি উপেক্ষা করে একসাথে থাকতে থাকেন।

২০২০ সালের শুরুতে তারা বিয়ে করেন। এখন তারা সুখে সংসার করছেন।দোলন বলেন, “আমাদের সম্পর্ক নিয়ে অনেকে কথা বলেছে। কিন্তু আমরা কারো কথায় কান দেইনি। আমরা শুধু আমাদের ভালোবাসায় বিশ্বাস করেছি।”

Related Articles