রাজ্যের খবর

পঞ্চায়েতের টাকা অন্য অ্যাকাউন্টে! থমকে উন্নয়নমূলক কাজ

Birbhum

The Truth of Bengal: এ যেন উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে। কেন্দ্রের পঞ্চদশ অর্থ কমিশন থেকে পাওয়া টাকা পঞ্চায়েতের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছিল। সেই টাকার অঙ্ক ২৯ লক্ষ। ৬ মাস হয়ে গেলেও এখনও উদ্ধার হয়নি সেই টাকা। কবে সেই টাকা উদ্ধার হবে তার কোনও সদুত্তর পাওয়া যাচ্ছে না। তহবিলে টাকা না থাকায় থমকে বীরভূমের লাভপুরের ইন্দাস গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের কাজ।

লাভপুরের ইন্দাস গ্রাম পঞ্চায়েতের অ্যাকাউন্ট আছে একটি রাষ্ট্রয়ত্ত বাঙ্কের লাভপুর শাখায়। সেখান থেকেই গত মে মাসের শেষ থেকে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সময়কালের মধ্যে ২৯ লক্ষ ৬০ হাজার ১৩০ টাকা ট্রান্সফার হয়েছে খোকন দাস নামের এক ব্যক্তির অ্যাকাউন্টে। যার অ্যাকাউন্টে টাকা গিয়েছে তিনি আবার লাভপুরের ওই ব্যাঙ্কের সিএসপি হোল্ডার। এখানেই প্রশ্ন উঠেছে তা হলে কি এর মধ্যে কোনও যোগসাজস আছে? পঞ্চায়েতের পক্ষ থেকে জেলা প্রশাসন থেকে শুরু করে, ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি। ফলে থমকে রয়েছে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম।

পঞ্চায়েতের পক্ষ থেকে লাভপুর থানায় অভিযোগ দায়ের করার পরে পুলিশ খোকন দাসকে গ্রেফতার করে। দুই মাসের বেশি জেলে থাকার পরে জামিনে মুক্ত হয়ে যান। কিন্তু এখনও টাকা উদ্ধার হয়নি। কবে সেই টাকা উদ্ধার হবে তা জানা নেই কারও। বিষয়টি যেখানে যেখানে জানানোর তা জানানো হয়েছে। চেষ্টা হয়েছে পঞ্চায়েতের অ্যাকাউন্টে টাকা ফেরানোর। বিষয়টি বিচারাধীন বলে এর থেকে বেশি কিছু বলতে চাননি লাভপুরের বিডিও।

Free Access

Related Articles