রাজ্যের খবর

নতুন বছরের ইছামতি নদীর ওপর নতুন সূর্য দেখতে পর্যটকের ঢল টাকিতে

New Year Celebration

The Truth of Bengal: ২০২৩ এর বিদায় এর পর অনেক আশা নিয়ে ২০২৪ পদার্পণ করেছে। তাই ২০২৪ এর নতুন বছরের নতুন সূর্য দেখতে পর্যটকের ঢল নামলো বসিরহাটের টাকি পর্যটন কেন্দ্রে। আজ পয়লা জানুয়ারির সকাল থেকেই বাস, প্রাইভেট গাড়ি ও ট্রেন সহ একাধিক যানবাহনে বসিরহাট, বারাসাত ও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটক একে একে ভিড় জমাচ্ছেন।

ভারত-বাংলাদেশ সীমান্তের এই ছোট্ট শহর টাকি পর্যটন কেন্দ্রে। সকাল থেকেই চলছে দেদার পিকনিক, খাওয়া-দাওয়া, নৌ ভ্রমণ সঙ্গে নাচ গান এবং ভরপুর আনন্দ। বছরের প্রথম দিনটিকে আগত পর্যটকরা একেবারে চেটেপুটে উপভোগ করছেন টাকিতে। পাশাপাশি যেভাবে পৌষের মাঝে শীত আবার নতুন করে কামড় বসিয়েছে তা বাড়তি মাত্রা যোগ করছে আগত পর্যটকদের মধ্যে।

নতুন বছরের নতুন আশা নিয়ে পর্যটকরা ভিড় জমিয়েছেন টাকির গোলপাতা জঙ্গল, পুবের বাড়ি, রাজবাড়ি ঘাট ও ঘোষ বাবুর ঘাটের মতো বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলিতে। ভারতবর্ষের পর্যটন মানচিত্রে টাকি যে এখনো বহাল তবিয়তে তার নাম বহাল রেখেছে সে কথা বলাই বাহুল্য।

Related Articles