রাজ্যের খবর

আপত্তি অগ্রাহ্য করে পুকুর ভরাট, ভরাট বন্ধ করল কড়া প্রশাসন

Kaksha Pukur Vorat

The Truth of Bengal: পুকুর ভরাট একেবারেই রেয়াত করা হবে না। একাধিকবার এমন হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুকুর ভরাটের সঙ্গে যারা যুক্ত থাকবে, তাদের তাঁদের বিরুদ্ধে পুলিশকে করা হওয়ার নির্দেশ তিনি বারবার। মুখ্যমন্ত্রীর নির্দেশে পর কড়া পুলিশ-প্রশাসন সতর্ক নজর রাখছে সর্বত্র। তেমন ঘটনা ঘটলে নেওয়া হচ্ছে ব্যবস্থা। আগের থেকে অনেক কমেছে পুকুর বা জলাশয় ভরাটের মতো ঘটনা। তবে তারপরও কোনও কোনও জায়গায় লুকিয়ে চুরিয়ে চলছে পুকুর ভরাটের কাজ। তেমনই ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের দুর্গাপুরের কাঁকশায়।

পুকুর ভরাটকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পানাগড় বাজারের রাইস মিল রোড সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির সামাল দেয়  কাঁকসা থানার পুলিশ। জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ পানাগড় বাজারের রাইসমিল রোডে বেআইনিভাবে ট্রাক্টরে করে একটি পুকুরে মাটি ভরাটের কাজ করছিলেন ওই পুকুরের মালিক। স্থানীয়রা দেখতে পেয়ে ভরাটের কাজ আটকাতে গেলে পুকুর মালিকের সঙ্গে বচসা শুরু হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উজ্জ্বল মল্লিক। তিনি জানিয়েছেন, ওই পুকুরের ৩ জন মালিক রয়েছেন।

সকল মালিককে না জানিয়ে দুর্গাপ্রসাদ নামে এক ব্যক্তি বেআইনিভাবে পুকুর ভরাটের কাজ করছিলেন। পুলিশ ৩ জনকে তুলে নিয়ে যায়। কাঁকসা থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়েরের পাশাপাশি তিনি জানিয়েছেন, পুকুর ভরাট রুখতে প্রশাসন নিজের মতো কাজ করবে। পুকুর ভ্রাতের ঘটনা সামনে আসায় প্রতিবাদ করেছিলেন স্থানীয়রা। তবে তাতে কান দিতে নারাজ ছিলেন পুকুর ভরাটে অভিযুক্তরা। অবশেষে স্থানীয় পঞ্চায়েত আসরে নামলে করা হয় পুলিশ। ভরাট বন্ধ করে দিয়ে দুই অভিযুক্তকে তুলে নিয়ে যাওয়ার পাশাপাশি ট্যাক্টরও বাজেয়াপ্ত করেছে। পঞ্চায়েত ও পুলিশের ভূমিকায় খুশি এলাকার মানুষ।

Related Articles