জগদ্ধাত্রীর চোখ এড়ায় না কিছুই, হুঁশিয়ারী দিল সে!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে গত পর্বের শেষে দেখা গেছে, দিবিয়া সেনকে ধরে নিয়ে এসেছে জগদ্ধাত্রী ও তার টিম। দিবিয়া কৌশিকীকে জানায় যে, উৎসবই এই সবের জন্য দায়ী। সে কৌশিকীকে সরিয়ে এই সিংহাসনে বসতে চেয়েছিল।
অন্যদিকে, দেবু তার স্ত্রী প্রীতিকে জানাচ্ছিল যে, সে আর ঘর জামাই হয়ে থাকতে চায় না। সে নিজের একটা ব্যবসা করতে চায়। ঠিক তখনই কাঁকন যে বাটিটা করে ভিক্ষে করে সে বাটিটা দেবরের পায়ে ছুড়ে মারল। জগদ্ধাত্রী ও সে জানালো যে, এই দেবুই কাঁকনের কিডনাপিংয়ের পিছনে।
জগদ্ধাত্রী উৎসবকে বুঝিয়ে দিল যে, সে যেমন ফ্রিতে মুখার্জি পরিবারে বসে খাওয়া-দাওয়া, গাড়ি, বাড়ি, এসি পাচ্ছে, এরপরে যদি জগদ্ধাত্রী আবার তাকে চেপে ধরে, তাহলে সে এই সব কিছু থেকে বঞ্চিত হবে।
উৎসবের মা বৈরীকে জগদ্ধাত্রী জানালো যে, উৎসব তাকে বলেছে যে, সে মুখার্জি পরিবারের থেকেও বড় বাড়িতে গাড়িতে চড়বে থাকবে। বৈরীকে জগদ্ধাত্রী বলল যে, এখনই উৎসবকে বোঝানোর জন্য ব্যবস্থা নেওয়া উচিত। নইলে পরে হালে পানি পাওয়া যাবে না।