ভ্রমণ

নির্জনতায় ভরা তাজপুর

TAJPUR

The Truth of Bengal: বাঙ্গালীদের কাছে সমুদ্র মানেই দিঘা বা পুরী। সামনেই আসছে নিউ ইয়ার। বছরের প্রথমে কোথাও ঘুরতে গিয়ে মন ভালো করতে চাইলে তাজপুর সমুদ্র সৈকতে চলে যেতে পারেন। পূর্ব মেদিনিপুরের কাথি মহকুমায় অবস্থিত তাজপুর সমুদ্র সৈকত। আসলে দিঘা বা পুরী সমুদ্র সৈকত এখন কলাহলে ভরা। তাই কোন নির্জন সমুদ্র সৈকত আপনার পচ্ছন্দের ডেসটিনেশন হলে আপনি অবশ্যই যেতে পারবেন তাজপুর সমুদ্র সৈকতে।

সমুদ্র সৈকতের ধারে ঝাউবনের ছায়ায় বসে সমুদ্রের ঢেউ দেখার অনুভূতিটাই এক অন্যরকম। শুধু তাই নয় রাতের বেলায় জ্যোৎস্নার আলো সমুদ্রে এসে পড়লে সমুদ্রের জল যেভাবে ঝিলমিল করে ওঠে সেই দৃশ্য দেখার সৌভাগ্য সবার হয়না। এখানে আসলে ছোট বড় নানা সাইজের লাল কাঁকড়া দেখে আপনি কাঁকড়া খাওয়ার লোভ সামলাতে পারবেন না। তবে এখন লাল কাঁকড়ার অনেক কমে গেছে।

২০১৪ সাল নাগাদ এই সমুদ্র সৈকত পুরটাই লাল দেখাত কাঁকড়ার জন্য। তবে আরেকটা বিষয় বলে রাখা ভালো তাজপুর গেলে ভরেরে সূর্যোদয় এবং সন্ধ্যার সূর্যাস্ত সবটায় আপনাকে মুগ্ধ করবে। এই সমুদ্রের ধারে বসে হাওয়া খেতে হলে আপনাকে যেতে হবে ধর্মতলা সেখান থেকে বাসে করে চলে যান মেচেদা বা দিঘা আর সেখান থেকে অটো ভাড়া করে বা ভ্যানে করে পৌঁছে যান তাজপুর সমুদ্র সৈকতে। থাকার জন্য এখানে পেয়ে যাবেন একাধিক হোটেল এবং রিসোর্ট। তাই দু একদিন ছুটি নিয়ে ঘুরে আসুন এই সমুদ্র সৈকতে।

Related Articles