কলকাতা
Trending

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পুরপ্রশাসনের, মেয়রের নেতৃত্বে বাবুঘাটে প্রস্তুতি পর্যালোচনা,

Preparation of Gangasagar Mela by municipal administration, review of preparations at Babughat under the leadership of Firhad Hakim.

The Truth Of Bengal: গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু করে দিল পুরপ্রশাসন।মেয়রের নেতৃত্বে বাবুঘাটে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্যালোচনা করা হয়।বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তার বহর। যোগাযোগের সমন্বয়েও নজর দেওয়া হচ্ছে বলে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন। রাখা হচ্ছে কোভিড টেস্টিংয়ের ব্যবস্থাও।

শুরু হয়ে গেল গঙ্গাসাগর মেলার চূড়ান্ত প্রস্তুতি। ৮ থেকে ১৫ জানুয়ারি গঙ্গাসাগর মেলার আয়োজন করা হচ্ছে।ইতিমধ্যে   মুখ‌্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে নবান্নে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক   হয়। বৈঠকে পূর্ত, জনস্বাস্থ‌্য ও কারিগরি, পরিবহন, বিপর্যয় মোকাবিলা দপ্তরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে মেলায় ভিড় নিয়ন্ত্রণ, দুর্ঘটনা মোকাবিলায় ও নজরদারিতে সাগরদ্বীপের সব পরিবহনে জিপিএস ট্র্যাকার লাগানো হবে।বিশ্বখ্যাত গঙ্গাসাগর মেলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি যখন প্রায় সম্পূর্ণ তখন কলকাতা পুরসভার মেয়র জানিয়েছেন, প্রিন্সেপ ঘাটে সবধরণের ব্যবস্থাপনা করেছে পুরপ্রশাসন।ট্রানজিট পয়েন্টে সেতুবন্ধনের কাজে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে মহানাগরিক আশ্বস্ত করেন।

গঙ্গাসাগর মেলায়  কোনওরকম  প্লাস্টিক ব্যবহার করা যাবে না। কোনওরকমের প্লাস্টিক নিয়ে যাওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী প্লাস্টিক বর্জন করার আবেদন জানানো হয়েছে। এদিকে এরইমধ্যে কোভিডের নয়া স্ট্রেনে উদ্বেগ বেড়েছে গোটা দেশে। বাংলাতেও নতুন আক্রান্তের খবর এলেও এখন পর্যন্ত নয়া স্ট্রেনের প্রাদুর্ভাব দেখা যায়নি। তবে গঙ্গসাগর মেলায় কোভিড রুখতে কোনও কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। ফিরহাদ জানান, মেলায় কোভিড টেস্টিং ব্যবস্থা রাখা হবে। যদি কেউ পজিটিভ হন দ্রুত তাঁদের বেলেঘাটা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে।

তীর্থযাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য সরকারি-বেসরকারি বাস থেকে জলযান সবই বাড়ানো হয়েছে।মিলবে ৫লাখ টাকার  বীমাও।গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে প্রশাসনিক প্রস্তুতি জোরদার। হাতে আর সময় ৭দিন।তাই যুদ্ধকালীন তত্পরতা দেখে বোঝাই যাচ্ছে বিশ্বের জনপ্রিয়তম তীর্থস্থানের জন্য যাত্রী সমাগম এখন সময়ের অপেক্ষা।

Free Access

Related Articles