রাজ্যের খবর

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে রাজ্য

Karamandal Express accident

The Truth of Bengal: ৭মাস কেটে গেছে।এখনও উড়িষ্যার বালেশ্বরের ভয়ঙ্কর দুর্ঘটনার দগদগে স্মৃতি রয়েই গেছে। প্রিয়জন হারানোর ব্যথা কিছুতেই ভুলতে পারেননি ওঁরা। ২জুন, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষের তালিকায় রয়েছে এই রাজ্যের বহু পরিযায়ী শ্রমিক। যার মধ্যে রয়েছে মালদার ৭ পরিযায়ী শ্রমিকও। সেইসব শ্রমিক পরিবারগুলোর দুঃসময়ে পাশে দাঁড়াল রাজ্য সরকার। বাড়িয়ে দিল সাহায্যের হাত।কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উঃবঙ্গ উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন স্বজনহারা পরিবারগুলোকে চেক তুলে দেন।৪ পরিবারের সদস্যদের হাতে ৫লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। আগেই ৩ পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়েছে। শতাব্দীর ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ যায় মালদার ৭ শ্রমিক পরিবারের। তাদের মধ্যে রয়েছেন নিত্যম রায়, আলাউদ্দিন, হেমন্ত রবিদাস (৩৮), ও ইউনুস সেখ। এই সাহায্য দেওয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখলেন বলে জানান মন্ত্রী সাবিনা ইয়াসমিন।

তাঁদের পরিবারকে নগদ সাহা্য্য দেওয়ার পাশাপাশি পরিবারের একজনকে চাকরিও দিতে চায় বাংলার সরকার।গৌড়বঙ্গের মানুষের দুর্দিনে রাজ্য সরকারের সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ঘটনা আলাদা নজির তৈরি করল।সাধারণতঃ রেলই এই সাহায্য দেয়। কিন্তু রাজ্য সরকারও দলমতের উর্ধ্বে উঠে পরিযায়ী শ্রমিক পরিবারগুলোকে সাহায্য দেওয়ায় তা আলাদা দৃষ্টান্ত গড়ল বলা যায়।

Related Articles